ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: ০৪:৫২, ১৪ মে ২০১৮

চট্টগ্রামে কোটি টাকার মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোস্টগার্ড পূর্বজোনের অভিযানে গত এক বছরে আটক প্রায় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সংস্থাটি চট্টগ্রাম বেইসে রবিবার দুপুরে এগুলো ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। কোস্টগার্ড জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ লাখ ৫ হাজার ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৫৪৯ বিয়ার ক্যান, ১৯৬ বোতল মদ, ৩৯ দশমিক ২ লিটার চোলাই মদ ইত্যাদি। এর মধ্যে বেশ কিছু পরিমাণ মাদক সিদ্ধান্তহীনতায় আটকে ছিল মামলাজনিত কারণে। সকল মামলা নিষ্পত্তির পর এগুলো ধ্বংস করা হয়েছে। এ সময় কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বিভিন্ন সংস্থার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×