ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে ১০০ মহিষ আমদানি

প্রকাশিত: ০৬:৪২, ১৩ মে ২০১৮

বেনাপোল বন্দরে ১০০ মহিষ আমদানি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম মহিষের একটি চালান আমদানি করা হলো। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬টি ট্রাকে করে ছোট বড় ১০০টি মহিষ আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে। কাস্টমস ও বন্দর সূত্র জানায়, সিরাজগঞ্জের মিল্কভিটা কোম্পানি দুধ উৎপাদনের জন্য ৫০টি মহিষ ও ৫০টি মহিষের বাছুর (প্রজনন) আমদানির জন্য দরপত্র দিলে ঢাকার আমদানিকারক জেনটিক্স ইন্টারন্যাশনালে মহিষগুলো ভারত থেকে আমদানি করেন। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো জে কে এন্টারপ্রাইজ। বেনাপোলের হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল নামের একটি সিএ্যান্ডএফ এজেন্ট আমদানিকৃত মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউস থেকে ছাড় নেয়ার জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে ৮২ হাজার ২২৫ মার্কিন ডলার। যার বাংলাদেশী টাকায় মূল্য দাঁড়ায় ৬৮ লাখ ৬৫ হাজার ৭৮৭ টাকা। এ মহিষের কোন আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে। শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ জানান, মহিষগুলো সিরাজগঞ্জের মিল্ক ভিটায় নিয়ে যাওয়া হবে।
×