ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ডিএসইতে ব্লকে ১৬২ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ মে ২০১৮

গত সপ্তাহে ডিএসইতে ব্লকে ১৬২ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলোÑ স্টাইলক্রাফট, ব্র্যাক ব্যাংক, এপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, মিরাকল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, এপেক্স ফুড, অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, সিটি ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, জেএমআই সিরিঞ্জ, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং আরএসআরএম স্টিল। জানা গেছে, বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির ১৬২ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬২ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকার। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিকের। কোম্পানিটির মোট ৭৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৩০ লাখ শেয়ার ১ বার হাত বদল হয়েছে। সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ লাখ শেয়ার ৫১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের। সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির ৫ লাখ ৬৭ হাজার ১০০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের ৬৩ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার, এপেক্স ট্যানারির ২৩ লাখ ৩০ হাজার টাকার, মিরাকলের ৫৭ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মা ৩৮ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ৩২ লাখ টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৮ লাখ ৯০ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ২৫ লাখ টাকার, এপেক্স ফুডের ৫৫ লাখ ৬০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৮ কোটি ৫০ লাখ টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২ লাখ ৭০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৮০ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪৯ লাখ টাকার এবং আরএসআরএম স্টিলের ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×