ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩১, ১৩ মে ২০১৮

রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালে বাংলাদেশে থেরাপি ও পুনর্বাসন শিক্ষা ও চিকিৎসা সেবা চালু করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৪৭ বছরেও এ দেশে ফিজিওথেরাপি ও অন্যান্য পুনর্বাসন পেশাজীবীগণে স্নাতক ডিগ্রীপ্রাপ্ত হয়েও পেশাগত নিবন্ধন, স্বতন্ত্র চিকিৎসা মহাবিদ্যালয় এবং সরকারীভাবে চিকিৎসা পেশাজীবী হিসেবে পদায়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। পেশাগত স্বীকৃতির জন্য কাউন্সিল বাস্তবায়নের জন্য অসংখ্য প্রচেষ্টা করা হয়েছে- যার মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলে নিবন্ধনের আবেদন। এই আবেদনের প্রেক্ষিতে ৯ এপ্রিল, ২০১৩ বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের ৩৮ তম সভার কার্যবিবরণীতে ৭ম আলোচ্য সূচীর সিদ্ধান্তের থেরাপি এবং পুনর্বাসন পেশায় স্নাতক ডিগ্রীধারীগণকে পেশাগত নিয়ন্ত্রণ বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের পক্ষে সম্ভব নয় বলে জানানো হয় এবং এই সকল পেশাজীবীগণের জন্য আলাদা কাউন্সিল গঠনের পক্ষে মত দেয়া হয়। এমতাবস্থায় বাংলাদেশের সকল থেরাপি ও পুনর্বাসন পেশাজীবীগণ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধনে বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশন (বিপিএ) এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আলতাফ হোসেন সরকার, বি পি এ সভাপতি ডাঃ নাসিরুল ইসলাম, সাধারণ স¤পাদক ডাঃ শাহাদাৎ হোসেন এবং বিপিএ ইসি সদস্যগণ এক হাজার ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ¯িপচ এ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, সাইকোলজিস্টসহ শিক্ষার্থী ও চিকিৎসাসেবা গ্রহীতা অংশ নিয়েছেন। এর মাধ্যমে পেশাজীবীগণ মাধ্যমে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ রহিত করার সকল অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় এবং কাউন্সিল বাস্তবায়নে সরকারের সদিচ্ছার ওপর পূর্ণ আস্থা প্রদর্শন করে। -বিজ্ঞপ্তি
×