ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচনে ডিজিটাল প্রচার তুঙ্গে

প্রকাশিত: ০৪:৫৭, ১২ মে ২০১৮

কেসিসি নির্বাচনে ডিজিটাল প্রচার তুঙ্গে

স্টাফ রিপোর্টার ॥ প্রযুক্তির সার্বজনীন ব্যবহার বাড়ার কারণে নির্বাচনী প্রচারেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ থেকে পিছিয়ে নেই খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তরুণরা বর্তমানে ডিজিটাল মাধ্যমে বেশি যুক্ত থাকায় তাদের আকৃষ্ট করতে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছেন প্রার্থীরা। ৫ মেয়র প্রার্থীর মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সমর্থকরা ফেসবুকে ফ্যানপেজ খুলে সেখানে প্রার্থীদের নাম, প্রতীক এবং ব্যক্তির ভালো দিকগুলো তুলে ধরছেন। গণসংযোগের বিভিন্ন ছবি দিয়ে করছেন ভোট প্রার্থনা। পাশাপাশি মাইকিং ও জনসংযোগ এর মতো নির্বাচনী প্রচারের সনাতন পদ্ধতির সঙ্গে ডিজিটাল প্রচারও খুলনায় বেশ জমজমাট হয়ে ওঠেছে। ডিজিটাল প্রচারের কাজে নিয়োজিত প্রার্থীর সমর্থকরা বলছেন, নির্বাচনী সভার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসের বার্তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। তাই স্যোশাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচারণা চালালে বেশি ফলপ্রসু হচ্ছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইতোমধ্যে তার প্রচারণার জন্য উদ্বোধন করেছেন ‘ভোট ফর খালেক’ নামে ওয়েব সাইট। বিএনপির তৈরি করেছেন ‘বিএনপি খুলনা.কম’ নামের ওয়েব সাইট। যার অংশ হিসেবে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক ‘ভোট ফর খালেক’ নামে ওয়েব সাইটের উদ্বোধন করেছেন। ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের লক্ষ্যে এ আয়োজন বলছে আওয়ামী লীগ। খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আব্দুল খালেকের ডিজিটাল নির্বাচনী প্রচার সেলের সদস্য সফিকুর রহমান পলাশ বলেন, নির্বাচনী প্রচারে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার এখন স্যোশাল মিডিয়া। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ভোটারদের কাছে দ্রুত বার্তা পৌঁছানো যায়। মিডিয়া উপ কমিটির অফিস সেক্রেটারি ও খুলনা জেলা যুবলীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ জানান, নৌকা প্রতীকের গণসংযোগের ছবি-নিউজ মুহূর্তের মধ্যে ইমেইলের মাধ্যমে সংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে, বিএনপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ২০ দল সর্মথিত, ধানের শীষের প্রার্থী খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী বিষয়ে নিয়ে দেশে, বিদেশে যে কোনো স্থান থেকে আলোচনা, উপদেশ, পরামর্শ সংক্রান্ত যে কোনো ধরনের যোগাযোগ করার জন্য স্যোশাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম খোলা হয়েছে। তিনি জানান, মেয়র প্রার্থী কখন কোথায় গণসংযোগ করছেন সঙ্গে সঙ্গে তার সংবাদ ও নিউজ সাংবাদিকদের কাছে ইমেইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। ফেসবুকের মাধ্যমে গণসংযোগটি লাইভ প্রচার করা হচ্ছে। ধানের শীষের নির্বাচনী প্রচার উপ-কমিটির সদস্য সচিব ও সেচ্ছাসেবক দলের খুলনা মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলু বলেন, নজরুল ইসলাম মঞ্জুর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়ার নানা প্ল্যাটফর্মে পেইজ তৈরি করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার ইউনুচ আলী বলেন, ডিজিটাল প্রচারের অনুমতি আছে নির্বাচন আইনে। তারপরও সচেতনভাবে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
×