ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যেতে চায় ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৪:৫৫, ১১ মে ২০১৮

বিএনপি প্রতারণার  মাধ্যমে ক্ষমতায় যেতে চায় ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ মে ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি একটি ধাপ্পাবাজ রাজনৈতিক দল, তারা দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। তাদের দলের নেত্রী খালেদা জিয়া দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাত করে সাজা খাটছেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকসমূহে ডেলিভারি বেড ও ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে ওইসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন এতিমের টাকা আত্মসাতের দায়ে জেলে আছেন। এখন দুর্নীতির মামলায় দ-প্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এটা দেশের মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা। শুধু তারেক রহমান নয়, তার পরিবারের সকল সদস্যই পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। এখন লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করছেন। ফলে তারা কীভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্ব পরিচালনা করতে পারেন, তা কারও বোধগম্য নয়। কৃষিমন্ত্রী আরও বলেন, ১৯৯২ সালে বিএনপি সরকারের আমলে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আসে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের দিকে একবারের জন্যও ফিরে তাকাননি। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শুধু পুনর্বাসনই করেননি, অধিকন্তু তাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে পরিদর্শন করে সকল মানবিক ব্যবস্থা গ্রহণ করেছেন। যা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন দেশের বা সরকারের পক্ষে এত অল্প সময়ের মধ্যে সম্ভব হয়নি। অনুষ্ঠানে মন্ত্রী নকলা উপজেলার ৭১টি সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৪৯০ জোড়া লোহার বেঞ্চ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৯টি ইউনিয়ন স্বাস্থ্য-পরিবার কল্যাণ কেন্দ্র ও একটি কমিউনিটি ক্লিনিকের জন্য গর্ভবতী মা অথবা সন্তান জন্মদানকারী মায়েদের সুবিধার্থে একটি করে ডেলিভারি বেড বিতরণ করেন। ৪৮টি প্রতিষ্ঠানের জন্য ৫ জোড়া করে, ১৯টি প্রতিষ্ঠানের জন্য ১০ জোড়া করে এবং ৪টি প্রতিষ্ঠানের জন্য ১৫ জোড়া করে লোহার বেঞ্চ দেয়া হয়। এছাড়া ২ জন ক্যান্সার রোগীকে সমাজ কল্যাণ পরিষদের আওতায় প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিতরণকালে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
×