ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় এনজিও কর্মকর্তা খুন

প্রকাশিত: ০৪:৪৫, ১১ মে ২০১৮

ভোলায় এনজিও কর্মকর্তা খুন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ মে ॥ ভোলায় ঋণের টাকা আদায় করতে গেলে বেসরকারী সংস্থা হিড-বাংলাদেশের ঋণ-কর্মকর্তা (ক্রেডিট অফিসার) বেলাল হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই কর্মকর্তার প্রায় দুই লাখ টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের হাজিরহাট বাজারের কাছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী মোঃ বিল্লালের মা দুলারা বেগমকে আটক করেছে। চাচার ছুরিকাঘাতে ভাতিজা স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কানাইঘাটে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছেন। নিহত শাহেল আহমদ (২২) উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই পীরনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। বুধবার রাতে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে তার বড় ভাই রাসেল আহমদ পার্শ্ববর্তী দলইমাটি গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুহাদা বেগমকে কোর্টে নিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে পারেনি তাদের চাচা কুতুব আলী, মরম আলী ও চাচাতো ভাইয়েরা। তাদের ভয়ে দীর্ঘ ৩ মাস নববধূকে নিয়ে রাসেল বাড়ি ছাড়া ছিল। গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী ভাসুরের লাঠির আঘাতে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিহতের নাম পারুল বেগম (পারুল)। সে কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী। কালীগঞ্জ থানার ওসি মোঃ আবুবকর মিয়া নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে পারুল বেগমের সঙ্গে প্রতিবেশী বড় ভাই আহাম্মদ মোল্লার কথা কাটাকাটি হয়। কালকিনিতে দুই সন্তানের জনক নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার বোর্ড স্কুল সংলগ্ন একটি বাগান থেকে দুই সন্তানের জনক ফয়সাল মাহমুদ রনি (৪০) নামের এক দারোগার ছেলের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ফতুল্লার টাইগারপাড় আল-আমিন নগর এলাকা থেকে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে যুবক নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামে বসির উদ্দিনের ছেলে নাজমুল ইসলামের (২৮) মরদেহ বৃহস্পতিবার তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। পাবনায় কৃষি শ্রমিক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, কৃষি শ্রমিক রেজাউল করিমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ত্রিমোহন এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
×