ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর স্মরণ সভা

প্রকাশিত: ০৪:৪৩, ১১ মে ২০১৮

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর স্মরণ সভা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ মে ॥ প্রবীণ বাম রাজনীতিক ও নবগঠিত ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ধনাঢ্য পরিবারে জন্ম নেয়া বিপ্লবী রবি নিয়োগী ইচ্ছে করলে আরাম-আয়েশে দিনযাপন করতে পারতেন। কিন্তু তিনি শ্রেণীচ্যুত হয়ে সাধারণ মানুষকে ভালবেসে সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তার মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দ-ও খেটেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগের ইতিহাসও বিরল। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি বেঁচে আছেন তার কর্ম ও আদর্শে। তিনি বৃহস্পতিবার দুপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রয়াত বিপ্লবী রবি নিয়োগীর ১৭তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী সদরে এপিপিআই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উৎপল কান্তি ধর, রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি ড. সুধাময় দাস, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার ও কমরেড মনি সিং ফরহাদ স্মৃতি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রতীপ চক্রবর্তী। কচুয়ায় ঝড়ে ১০ শিক্ষার্থী আহত নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১০ মে ॥ কচুয়ায় বৈশাখী ঝড়ে ল-ভ- করে দিয়েছে পাথৈর উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে প্রচ- ঝড়ে বিদ্যালয়ের দুটি টিনের ঘরের চাল ও বেড়া উড়ে যায়। এ সময় শ্রেণী কক্ষে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় সাচার বাজারের রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে সপ্তম শ্রেণীর জাকিয়া ও অষ্টম শ্রেণীর ফেরদৌসী আক্তারকে গুরুতর আহত অবস্থায় জরুরী ভিত্তিতে কুমল্লিা ট্রমা সেন্টারে প্রেরণ করা হয়। দশম শ্রেণীর সুমাইয়া ও আলাউদ্দিন, অষ্টম শ্রেণীর আমানউল্লাহ ও জান্নাত আহত অবস্থায় রেঁনেসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম জানান, বিদ্যালয়ের ্একমাত্র দুটি টিনসেড ঘরই ঝড়ে ল-ভ- হয়ে গেছে। খোলার দিন শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পাঠদানের মতো অবস্থা নেই। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বড়ই বিপাকে রয়েছি।
×