ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমআরএমইউএর আয়োজনে চট্টগ্রামে মতবিনিময়

প্রকাশিত: ০৪:৪৩, ১১ মে ২০১৮

বিএসএমআরএমইউএর আয়োজনে চট্টগ্রামে মতবিনিময়

দেশের একমাত্র মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত পরিকল্পনা ও কার্যপরিধি সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের কালুরঘাট ভারি শিল্প এলাকায় হাজী সাবের আহমেদ কন্টেনার ইয়ার্ড লিমিটেড সংলগ্ন স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল, এমপি। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি ব্রাহ্মণবাড়িয়ায় নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইনের ব্যারাক থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত পুলিশ কনস্টেবল তাহমিনা আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও এনজিও কর্মী ওয়াসিমের স্ত্রী। সে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ওমেন্স সার্পোট সেন্টারে কর্মরত ছিল। পুলিশ সুপার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
×