ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ‘হালদা’ ও ‘খাঁচা’

প্রকাশিত: ০৭:৩৮, ১০ মে ২০১৮

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে ‘হালদা’ ও ‘খাঁচা’

স্টাফ রিপোর্টার ॥ শ্রীলঙ্কার রাজধানী কলোম্বতে আগামী ২২-২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্কভুক্ত দেশের চলচ্চিত্রসমূহ। উৎসবে বাংলাদেশ থেকে ৩টি পূর্ণদৈর্ঘ ও ২ টি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলোম্বতে অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন অফিসার মাহিন্দা সুমনসেরা বাংলাদেশ থেকে মনোনীত চলচ্চিত্রগুলোর বিষয়ে তথ্য দিয়েছেন বাংলাদেশী চলচ্চিত্রসমূহ প্রদানে সহায়তা ও যোগাযোগ সমোন্নয়ক মনজুরুল ইসলাম মেঘ কে। মনজুরুল ইসলাম মেঘ জানান, এবারের সার্ক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা ফিচার বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্র। এছাড়াও উৎসবের মাস্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। এছাড়াও শর্ট ফিল্ম বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উল্লেখ্য, ৭ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭ তে তৌকির আহমেদ পরিচালত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য পুরস্কার অর্জন করেছিল।
×