ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিফাত কান্তি সেন

চলচ্চিত্রে চিরঞ্জীব রবীন্দ্রনাথ

প্রকাশিত: ০৭:৩৩, ১০ মে ২০১৮

চলচ্চিত্রে চিরঞ্জীব রবীন্দ্রনাথ

যত গোপনে ভালবাসী পরাণ ভরি পরাণ ভরি উঠে শোভাতে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে-মাধুরী উঠে জেগে প্রভাতে। প্রেমাবেগের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ^ কবির খেতাব প্রাপ্ত তিনি। প্রেমাবেগের তুমুল উচ্ছ্বাস বইয়ে দিতে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই লিখেছেন ‘মানসী’ কাব্য গ্রন্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ছড়িয়ে আছে তাঁর রচিত কাব্য, উপন্যাস, ছোটগল্প, নাট্যসাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ শুধু গল্প, নাটকেই সীমাবদ্ধ ছিলেন না। তাঁর লেখা উপন্যাসগুলো এখন রাজত্ব করছে চলচ্চিত্র জগতে ও। বাঙালী পাঠক সমাজে রবীন্দ্রনাথ ছিলেন এক অনবদ্য ভালবাসার নাম। তাঁর প্রতিটি উপন্যাস হৃদয়কাড়ে পাঠকের। সে সুবাধে চলচ্চিত্র নির্মাতারা তাঁদের নির্মিত ছবিগুলোতে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো ব্যবহার করছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি, সুভা, শাস্তি, নষ্টনীড় সহ আরো অনেক গল্প রূপান্তর হয়েছে চলচ্চিত্রে। বাংলা সাহিত্যে যে মানুষটির অবদান অনিস্বীকার্য সেই রবীন্দ্রনাথকে অবলম্বন করেই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন অনেক শিল্পী, নির্মাতা লেখক। রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলো সময়কে অতিক্রম করে আজো বর্তমান।
×