ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ মুশতাক আহমেদ

প্রকাশিত: ০৭:২৮, ১০ মে ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ মুশতাক আহমেদ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক পাকিস্তান লেগস্পিনার মুশতাক আহমেদ। গুঞ্জন ছিল উপমহাদেশীয় প্রতিবেশী শ্রীলঙ্কার হয়ে কাজ করবেন তিনি। কিন্তু বুধবার জিও টিভির এক খবরে জানানো হয় ক্যারিবীয়দের দায়িত্ব নিচ্ছেন ৪৭ বছর বয়সী মুশতাক। তিনি নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। মুশতাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দলটির রয়েছে পুরনো ঐতিহ্য। ক্রিকেট বিশ্বে তাদের আলাদা একটি আধিপত্য রয়েছে। পাশাপাশি এখানকার প্রতিভাতেও রয়েছে বৈচিত্র্য। আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’ এ মাসেই ক্যারিবীয়দের নিয়ে কাজ শুরু করবেন মুশতাক। শুরুতে স্বল্পমেয়াদে তাকে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। পরবর্তীতে দীর্ঘমেয়াদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন মুশতাক। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মিশন শুরু করবেন তিনি। উল্লেখ্য, মুশতাক ১৯৮৯-২০০৩ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলেছেন। এক সময়ের তুখোড় লেগস্পিনার টেস্টে ১৮৫টি ও ওয়ানডেতে নিয়েছেন ১৬১টি উইকেট। হাঁটুর ইনজুরির কারণে ২০০৮ সালে সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ওই বছরই ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেন। সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলসের সঙ্গেও কাজ করেছিলেন। এছাড়া জন্মভূমি পাকিস্তান দলের সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন। এখন আছেন দেশটির ক্রিকেট একাডেমির পরিচর্যায়।
×