ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বান্ধবী ও গ্রামবাসীর চেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিত: ০৬:০৮, ৯ মে ২০১৮

বান্ধবী ও গ্রামবাসীর চেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণীর ছাত্রী

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ স্কুলবান্ধবী ও গ্রামবাসীর বাল্যবিয়ে প্রতিরোধের সচেতনতা এবং প্রশাসনের সহযোগিতায় এবার নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকিয়ে দেয়া হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর মৌজা গোমনাতী গ্রামে সোমবার রাতে এই ঘটনাটি এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসী জানায়, গ্রামের নূর হক-এর মেয়ে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রুবীনা আক্তার (১৪)। তার অভিভাবকরা গোপনে মেয়েটির বাল্যবিয়ে ঠিক করে একই ইউনিয়নের খালপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে শফিকুল ইসলামের (২০) সঙ্গে। কিন্তু মেয়েটি তার বাল্যবিয়ে ঠেকাতে ব্যর্থ হলে সে তার বান্ধবীদের মাধ্যমে সহযোগিতা চায়। এর মধ্যে সোমবার রাতে মেয়ে ও ছেলের উভয়পক্ষের পরিবার গোপনে বিয়ে দেয়ার চেষ্টা চালায়।
×