ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরুকে হারাল শাকিবের হায়দরাবাদ

প্রকাশিত: ০৮:০৯, ৮ মে ২০১৮

ব্যাঙ্গালুরুকে হারাল শাকিবের হায়দরাবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের গতরাতের খেলায় সাকিব আল হাসান ৩২ বল খেলে রান করলেন ৩৫, যা দলীয় দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। তাও আবার সাকিবের শিকার উড়তে থাকা পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। বাংলাদেশের এ অলরাউন্ডারের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর আর না জিতে থাকতে পারে সানরাইজার্স হায়দরাবাদ! জিতলোও তাই। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে হায়দরাবাদ। সাকিবদের গতকালের জয়টা একটু অন্যরকমই বটে। ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ তিন ওভারে ব্যাঙ্গালুরুর প্রয়োজন ছিল ২৫। হাতে ছিল ৫ উইকেট। তাও আবার উইকেটে থিতু হয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন কোলিন ডি গ্রান্ড হোম ও মানদিপ সিং। সেই ম্যাচটিই কিনা জিততে পারল না ব্যাঙ্গালুরু। এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লেঅফ নিশ্চিত করে ফেলল হায়দরাবাদ। আর সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল ব্যাঙ্গালুরু।-ওয়েবসাইট
×