ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্বে শারাপোভা-ওজনিয়াকি-সিমোনা হ্যালেপ-পেত্রা কেভিতোভা

মাদ্রিদে ফেবারিটদের জয়জয়কার

প্রকাশিত: ০৭:১০, ৮ মে ২০১৮

মাদ্রিদে ফেবারিটদের জয়জয়কার

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই মাদ্রিদ ওপেনের মিশন শুরু করেছেন সব ফেবারিট তারকারা। দুর্দান্ত খেলেই প্রথম পর্বের বাধা পেরিয়েছেন সিমোনা হ্যালেপ, পেত্রা কেভিতোভা, ক্যারোলিন ওজনিয়াকি, গারবিন মুগুরুজা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্লোয়ানে স্টিফেন্স, মারিয়া শারাপোভা, সামান্থা স্টোসার এবং জোহানা কন্টার মতো তারকারা। তবে প্রথম রাউন্ডের বাধা পার হতে ব্যর্থ হয়েছেন জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় নাওমি ওসাকা এবং ইতালির সারা ইরানির মতো খেলোয়াড়রা। মাদ্রিদ ওপেনে সবচেয়ে বড় চমকটা দিয়েছেন মারিয়া শারাপোভা। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর রবিবারই প্রথম জয়ের দেখা পেয়েছেন তিনি। রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল এদিন খুব সহজেই পরাজিত করেছেন দুর্দান্ত ফর্মে থাকা রোমানিয়ার মিহায়েলা বুজার্নেস্কুকে। যিনি প্রাগ ওপেনে অসাধারণ খেলে ফাইনালেরও টিকেট কেটেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের অভিজ্ঞ পেত্রা কেভিতোভার কাছে হার মানেন তিনি। প্রাগ ওপেনের ফাইনালিস্ট মাদ্রিদ ওপেনেও চেয়েছিলেন জয় দিয়ে শুরু করতে। কিন্তু পারলেন না বুজার্নেস্কু। ৮২ মিনিট লড়াই করে তাকে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন মাশা। অথচ, এর আগের চার ম্যাচের সবকটিতেই হার মানেন রাশিয়ান তারকা। দ্বিতীয় পর্বেও শারাপোভার প্রতিপক্ষ আরেক রোমানিয়ান। ইরিনা ক্যামেলিয়া বেগুর মুখোমুখি হবেন ২০১৪ সালে মাদ্রিদ ওপেনের শিরোপাজয়ী। ইরিনা বেগু প্রথম পর্বের ম্যাচে হতাশ করেছেন জেলেনা ওস্টাপেঙ্কোকে। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কো পঞ্চম বাছাই হিসেবে টুর্নামেন্টের মিশন শুরু করেছিলেন। কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছেন লাটভিয়ার এই টেনিস তারকা। জয় দিয়ে মিশন শুরু করেছেন সিমোনা হ্যালেপও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এদিন ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দিয়েছেন শারাপোভার স্বদেশী একাটেরিনা মাকারোভাকে। সেই সঙ্গে টুর্নামেন্টে টানা ১৩তম জয় তুলে নিয়েছেন তিনি। ম্যাচের শেষে দারুণ উচ্ছ্বাসিত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট। নিজের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপ বলেন, ‘আমি মনে করি অসাধারণ একটা ম্যাচ খেলেছি আজ। সত্যিই অনেক ভাল খেলেছি। হয়তো সে তার নিজের সেরাটা দিয়ে খেলতে পারেনি এদিন। কিন্তু প্রতিপক্ষ হিসেবে সে যে খুব ভয়ঙ্কর এ বিষয়ে কোন সন্দেহ নেই।’ মাদ্রিদে যাওয়ার আগে গত সপ্তাহে স্টুটগার্ট টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন হ্যালেপ। কিন্তু দ্বিতীয় পর্বেই থেমে যায় তার জয়রথ। আমেরিকার কোকো ভেন্ডেওয়েঘের কাছে হার মানেন তিনি। হ্যালেপ জানান, এখন আর কোন সমস্যা নেই তার, ‘এখন আমার কোন সমস্যা নেই। অনেক চিকিৎসা করিয়েছি। এখন ভালভাবেই পায়ের যতœ নেই আমি।’ হ্যালেপ এদিন তার দেশের সব মেয়েদেরই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। তার মতে, ‘রোমানিয়ার সব মেয়েরাই শক্তিশালী। অনেক অনুশীলন করে তারা। তারা যদি আত্মবিশ্বাসী হয় তাহলে তাদের দমিয়ে রাখাটা কঠিন হয়ে দাঁড়ায়।’ দুই দিন আগে প্রাগ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন পেত্রা কেভিতোভা। সেইসঙ্গে চলতি মৌসুমের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। প্রাগ ওপেনের আগে কাতার এবং দোহায় শিরোপা উৎসব করেছেন কেভিতোভা। মাদ্রিদ ওপেনেও নিজের সেরাটা দিয়ে খেলতে চান চেক তারকা। এদিন তিনি ৬-১ এবং ৬-২ গেমে সরাসরি সেটে পরাজিত করেছেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে। এছাড়াও মাদ্রিদ ওপেনের প্রথম পর্বের বাধা পেরিয়েছেন পুয়ের্তো রিকোর মনিকা পুইগ, গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা ও স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো।
×