ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে মামলা করে বিপাকে ধর্ষিতার পিতা

প্রকাশিত: ০৬:৩৩, ৮ মে ২০১৮

বাঁশখালীতে মামলা করে বিপাকে ধর্ষিতার পিতা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৭ মে ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪র্থ শ্রেণীর এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধর্ষণের ৯ দিন পর ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে ধর্ষক ফজলুল করিম ফজু (৬০) এলাকার চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলী তালুকদারের সহযোগী হওয়ায় তাদের হুমকিতে ধর্ষিতার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন ধর্ষিতার পিতা গিয়াস উদ্দিন। তাছাড়া গ-ামারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়লা বিদ্যুত প্রকল্প নির্মাণ নিয়ে ৫টি হত্যা মামলাসহ একাধিক মামলা থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থাকায় তার সহযোগীরা অপরাধ কর্মকা- নির্বিঘেœ চালিয়ে যাচ্ছেন বলে এক ইউপি সদস্য এই প্রতিবেদককে জানান। পাশাপাশি ধর্ষিতা বর্তমানে চমেক হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন। শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ও সামাজিক নৈতিক অবক্ষয় রোধে বাঁশখালী উপজেলায় মানবাধিকার সংগঠনগুলো মাঠে নেমেছে। জানা যায়, ২৮ এপ্রিল উপজেলার গ-ামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দীনের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের শিশুকন্যাকে একই এলাকার ফজলুল করিম ফজু তার নিজ বসতঘরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায়। ঘটনার পর ধর্ষিতার পিতা গিয়াস উদ্দিন বাঁশখালী থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ার অভিযোগ করেছিলেন উর্ধতন কর্তৃপক্ষের কাছে। মাগুরায় স্কুলে জলাবদ্ধতা ॥ শিক্ষার্থীরা বিপাকে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ মে ॥ কয়েক দিনের বৃষ্টিতে মাগুরায় জলাবদ্ধতার কারণে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে । মাগুরা পৌর এলাকার আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠ পানিতে তলিয়ে গেছে । জানা গেছে, মাগুরা যশোর ভায়া আড়পাড়া খাজুরা সড়কের পাশে আছিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । এই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে বিদ্যালয়ের মাঠে হাটু সমান পানি জমে থাকে । গত তিন দিনের বৃষ্টিতে বিদ্যালয়ের ক্যাম্পাসটি পানিতে তলিয়ে গেছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিপাকে পড়তে হচ্ছে ।
×