ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অস্ত্রসহ আটক তিন

প্রকাশিত: ০৬:৩৩, ৮ মে ২০১৮

বাঁশখালীতে অস্ত্রসহ আটক তিন

নিজস্ব সংবাদদাতা, ৭ মে, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালীপুর ইউনিয়নের রামদাশ হাট এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে। রবিবার সন্ধ্যায় গুনাগরী পুলিশ ১টি দেশীয় ৮ রাউন্ড কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে থানা পুলিশের পক্ষ থেকে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। আটকরা হলো, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের ৩নং ওয়ার্ডের করিম এবং কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরীপাড়ার নুরুল আলম ও ইসহাক। এ ব্যাপারে গুনাগরী পুলিশ জানায়, দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু ও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান। মাওলানা ভাসানী বিজ্ঞান ভার্সিটিতে কর্মশালা বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) পরিচালিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘শেয়ারিং দি সার্ভে রিজাল’ শীর্ষক দ্বিতীয় কর্মশালা ৬ মে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বিভাগের এস এ কমিটির প্রধান ও বিভাগের চেয়ারম্যান কানিজ মরিয়ম আক্তার। -বিজ্ঞপ্তি
×