ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্র ৭৬৬৫ টাকার কিস্তিতে গুয়াংজু ভ্রমণ

প্রকাশিত: ০৮:৩৬, ৭ মে ২০১৮

মাত্র ৭৬৬৫ টাকার  কিস্তিতে গুয়াংজু ভ্রমণ

স্টাফ রিপোর্টার ॥ এবার কিস্তিতে মাত্র সাড়ে ৭ হাজার টাকায় গুয়াংজু ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে ইউএস বাংলা। অথচ চীনের আকাশে বাংলাদেশের একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলাই ফ্লাইট চালায়। তাই পর্যটকদের সুবিধার্থে গুয়াংজু ভ্রমণে এ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। গুয়াংজু ভ্রমণে পর্যটকদের পছন্দ অনুযায়ী ছয় মাসের সহজ কিস্তিতে বিনা সুদে দেশের নেতৃত্বস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ এ সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম। তিনি জানান, গুয়াংজু ভ্রমণে গ্রাহককে প্রতিমাসে মাত্র ৭,৬৬৫ টাকা দিতে হবে। ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিএল। সপ্তাহে তিনদিন (শনি, মঙ্গল ও বৃহস্পতি) রাত ৯.৫০ মিনিটে চীনের গুয়াংজুর উদ্দেশে ঢাকা থেকে যাত্রা শুরু করে ইউএস বাংলার ফ্লাইট। স্থানীয় সময় ভোর ৫টায় গুয়াংজু থেকে (রবি, বুধ ও শুক্রবার) ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসে। ইউএস-বাংলা এয়ারলাইন্স আটটি বিজনেস ক্লাস ও ১৫৬ ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-গুয়াংজু-ঢাকা রটে ফ্লাইট পরিচালনা করে। গুয়াংজু ভ্রমণে দুই রাত তিন দিনে হলিডে প্যাকেজে প্রতিজনের জন্য ন্যূনতম ৪৫,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। কমপক্ষে দুই জনের জন্য প্যাকেজটি প্রযোজ্য। প্যাকেজে দুই বছরের অধিক শিশুদের জন্য অতিরিক্ত বিছানাসহ ৩৮,৯৯০ টাকা এবং অতিরিক্ত বিছানা ছাড়া ৩২,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দুই বছরের নিচে শিশুদের জন্য ৩,৯৯০ টাকা নির্ধারিত। একজনের জন্য ৫০,৯৯০ টাকায় দুই রাত তিন দিনের স্পেশাল প্যাকেজও ঘোষণা করেছে ইউএস বাংলা। প্যাকেজের মধ্যে সব ধরনের ট্যাক্সসহ বিমান ভাড়া, তিন তারকা মানের হোটেল, সকালের নাস্তাসহ অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত। গুয়াংজু ভ্রমণে চীনের ভিসা প্রাপ্তির ব্যাপারে সব ধরনের সহযোগিতাও করে থাকে ইউএস-বাংলা। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সে গুয়াংজু ছাড়াও কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, কলকাতায় আকর্ষণীয় হলিডে প্যাকেজ সেবা দিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরে কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন গন্তব্যে কিস্তি সুবিধায় রয়েছে ইউএস-বাংলার ভ্রমণ প্যাকেজ।
×