ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় পুলিশের ধাওয়ায় প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ০৮:০৫, ৭ মে ২০১৮

গজারিয়ায় পুলিশের ধাওয়ায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মিঠু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিঠু উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের আলী মিয়া ওরফে মিয়াচাঁনের ছেলে বলে জানা গেছে। তবে পুলিশের দাবি ধাওয়া খেয়ে নয় স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে মিঠুর। আর তার বাবা লিখিতভাবে বিষয়টি থানাকে নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়া থানার এক এএসআই সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে মাদক উদ্ধারে যায়। এ সময় মিঠু মনাইরকান্দি গ্রাম সংলগ্ন সেতুতে বসে ছিল। মিঠুকে দেখামাত্র পুলিশ তাকে ধাওয়া দিলে সে দৌড় শুরু করে। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর ইব্রাহিম মিয়ার বাড়ি সংলগ্ন গোসল করার ঘাটলায় সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে জ্ঞান হারায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে এ ঘটনায় নানা প্রশ্ন উঠেছে জনমনে। এলাকাবাসীর দাবি দেন-দরবার ও চাপ প্রয়োগ করে মিঠুর বাবাকে দিয়ে এমন স্বীকারোক্তি নেয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মামুনুর রশিদ জানান, মিঠু একজন মাদকসেবী তার বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা রয়েছে। তবে পুলিশ তাকে ধাওয়া দেয়নি স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে।
×