ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রাথমিক চিকিৎসা ক্যা¤প শুরু

প্রকাশিত: ০৭:৪৮, ৬ মে ২০১৮

মুন্সীগঞ্জে প্রাথমিক চিকিৎসা ক্যা¤প শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ সেমিনার কক্ষে শনিবার সকালে তিন দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শুরু হয়। এতে শিক্ষালয়টির ৭৫ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণে অংশ নেয়। ক্যাম্পটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার। শিক্ষালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ একাডেমিক কো-অর্ডিনেটর ফারহানা মির্জার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মতিউল ইসলাম হিরু, সাধারণ স¤পাদক শাহাজাহান গাজী, কার্যকরী সদস্য নার্গিস আক্তার, জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম এবং প্রাথমিক চিকিৎসা ক্যাম্পের স্কুল সমন্বয়ক জিতু রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেডক্রিসেন্টের যুব প্রধান সাইদুর হাসান শাওন। সাতক্ষীরা সীমান্তে আট রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সীমান্ত পথে ভারতে যাবার পথে আট রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাতে তাদেরকে কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচ মহিলা, এক পুরুষ ও দুই শিশু রয়েছে। বিজিবি জানান, মানব পাচারকারী দালালরা তাদেরকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে। একটি বাড়িতে গোপনে রাখার পর তাদেরকে শুক্রবার রাতে শিকড়ি গ্রাম দিয়ে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। পরে তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
×