ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাট জেলা হাসপাতাল

৯ ডাক্তার ও সাত স্টাফকে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি ॥ হত্যার হুমকি

প্রকাশিত: ০৭:৪৭, ৬ মে ২০১৮

৯ ডাক্তার ও সাত স্টাফকে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি ॥ হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ মে ॥ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের কর্তব্যরত ৯ ডাক্তার ও ৭ স্টাফকে সর্বহারা পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা চেয়ে সদর থানায় জিডি করেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আবু মুনছুর মোঃ আব্দুল্লাহর কাছে ০১৬৪৩২৬৮৬৮৭ নম্বর থেকে সর্বহারা লাল পতাকা পরিচয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এরপর ওই নম্বর থেকে পর্যায়ক্রমে হাসপাতালের ৯ ডাক্তার, নার্সসহ ৭ স্টাফকে সর্বোচ্চ ৩০ লাখ থেকে শুরু করে নি¤েœ ২ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া হলে হত্যার হুমকি দেয়া হয়। মুহূর্তের মধ্যে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সকলের পক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এফ.এম মুসা আল মানছুর বিষয়টি জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, পুলিশ সুপার মোঃ রশীদুল হাসান এবং উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছেন এবং জয়পুরহাট সদর থানায় জিডি করেছেন। ঠাকুরগাঁওয়ে নাককাটির মেলা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ মে ॥ ঐতিহ্যবাহী নাককাটির মেলা শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার লস্করা গ্রামের গৌরী মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও বৈশাখের চতুর্থ শনিবারে এই মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেলায় ঠাকুরগাঁওসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য হিন্দু পুণ্যার্থী তাদের মনোবাসনা পূরণের আশায় পূজা-অর্চনাসহ মেলা প্রাঙ্গণের দীঘিতে পুণ্য স্থানে অংশ নেন। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে খোল-ঢোলসহ শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী এবং মুখরোচক খাবারের অসংখ্য দোকানসহ নাগরদোলা বসে। এছাড়া সেখানে নানান রঙের ঘুড়ি উড়ানোসহ ঘুড়ি বিক্রির ধুম পড়ে।
×