ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমতলীতে মাদ্রাসা ছাত্র হত্যা ॥ পিতাপুত্র গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪১, ৬ মে ২০১৮

আমতলীতে মাদ্রাসা ছাত্র হত্যা ॥ পিতাপুত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ মে ॥ আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামে মাদ্রাসা ছাত্র রাশিদুল হত্যা মামলায় জাহাঙ্গির সিকদার ও তার ছেলে মাসুম বিল্লাহ সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, উপজেলার গেরাবুনিয়া গ্রামের পল্লী চিকিৎসক জাফর শিকদারের ছেলে ও রহমগঞ্জ হামেদিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র রাশিদুল। বৃহস্পতিবার বিকেলে বাবরার খালের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। শুক্রবার সকালে ওই খালে নিহত রাশিদুলের সহপাঠী শিশু নেছার উদ্দিন কচুরিপানার মধ্যে তার (রাশিদুল) মরদেহ দেখতে পায়। পুলিশ ওই খাল থেকে শিশু রাশিদুলের ঘাড় ভাঙ্গা, বুকে আঘাতের চিহ্ন ও মাথাসহ শরীরের ওপরের অর্ধাংশ কাঁদার মধ্যে পুতে রাখা অবস্থায় উদ্ধার করে। কেরানীগঞ্জে স্কুলছাত্র হত্যাকারীর ফাঁসির দাবি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৫ মে ॥ কেরানীগঞ্জের মীরেরবাগ ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সোহাগের খুনী বখাটে শাহীনের ফাঁসির দাবি জানিয়েছেন ওই বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্রছাত্রী। শনিবার সকালে স্কুলসংলগ্ন রাস্তায় মানববন্ধন করে তারা এ দাবি জানায়। শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে সোহাগের বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত সোমবার স্কুল থেকে বাসায় ফেরার পথে সোহাগকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশী বখাটে শাহীন। এ ঘটনায় পুলিশ শাহীনকে গ্রেফতার করেছে। মানববন্ধনে অংশ নিয়ে ওরিয়েন্টাল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, সোহাগকে হত্যা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। শিশুটির কোন অপরাধ ছিল না। টাকার লোভে মাদকাসক্ত শাহীন নিষ্পাপ শিশুটিকে খুন করেছে। আমরা দ্রুত তার বিচার সম্পন্ন এবং ফাঁসির দাবি জানাই। সোহাগের বাবা ইদ্রিস আলী বলেন, আমি আমার সন্তানকে হারিয়েছি। এভাবে যেন আর কোন বাবা মাকে তার সন্তান হারাতে না হয়। আমার কলিজার টুকরা সন্তানকে যে হত্যা করেছে আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।
×