ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোমিওপ্যাথিক বিজ্ঞান শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৪:২৬, ৫ মে ২০১৮

হোমিওপ্যাথিক বিজ্ঞান শীর্ষক  সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ মে ॥ হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৩ তম জন্মজয়ন্তী ও হোমিওপ্যাথিক বিজ্ঞান শীর্ষক সেমিনার শুক্রবার ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা হোমিওপ্যাথিক এ্যাসোসিয়েশন ও ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এর যৌথ আয়োজনে এই সেমিনারে ফরিদপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। আলোচক ছিলেন ফরিদপুর জেলা হোমিওপ্যাথি এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ আব্দুস সালাম শেখ, বাংলাদেশ হোমিও পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ কে এম আলাউদ্দিন, বাংলাদেশ হোমিও পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব (সার্বিক) মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব (সাংগঠনিক) ডাঃ কে এম কবিউল করিম, ডাঃ মোঃ আমিরুল হক বিশ্বাস, ডাঃ সমীর কুমার রায়, ডাঃ অর্জন কুমার দাস প্রমুখ।
×