ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবি নজরুল ভার্সিটিতে এমডিএস কোর্সে ভর্তি

প্রকাশিত: ০৪:২৪, ৫ মে ২০১৮

কবি নজরুল ভার্সিটিতে  এমডিএস কোর্সে  ভর্তি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট এবং গবর্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের ওপর মাস্টার্স অব ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্স সামার-২০১৮ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। এমডিএস কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর রেহনুমা ফেরদৌস জানান, এমডিএস কোর্স সামার-২০১৮ সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তি ও আবেদন গত ১ এপ্রিল ২০১৮ থেকে শুরু হয়েছে আগামী ২০ মে ২০১৮ পর্যন্ত চলবে। উল্লেখ্য, ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে যে কোন বিষয়ে চার বছরের স্নাতক/সমমান অথবা ডিগ্রী পাস এবং সর্বনিম্ন সিজিপিএ ২.০০ অথবা ২য় বিভাগ থাকতে হবে। ভর্তিসহ বিস্তারিত বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৮৯০৪৪৮১, ০১৭১৯৫৪৬৭১৬ এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।
×