ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গবেষণা

প্রকাশিত: ০৭:২১, ৪ মে ২০১৮

গবেষণা

চীনের তৈরি প্রথম চালকবিহীন বাস চালকহীন বাসের প্রযুক্তিতে যুক্ত হয়েছে চীন। দেশটির ফুজিয়ান প্রদেশে শুরু হওয়া ‘ফার্স্ট ডিজিটাল চায়না সামিট’-এ বাসটির প্রদর্শনী হয়েছে। এ সামিটে দর্শণার্থীদের আগ্রহের কেন্দ্র ছিল চালকহীন বাস। এমনকি কেন্দ্রের নির্দিষ্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রীও পরিবহন করছে বাসটি। সূত্র : বিবিসি পণ্য পৌঁছে দেবে ‘ড্যাক্স’রোবট পথ চিনে ঠিকই নির্দিষ্ট গন্তব্যে পণ্য পৌঁছে দিতে পারে রোবট। এর নাম ‘ড্যাক্স’। যুক্তরাষ্ট্রের ফিলোম্যাথ শহরে পরীক্ষামূলকভাবে পণ্য পৌঁছে দিয়েছে ড্যাক্স। ক্রেতাদের মধ্যে ড্যাক্সকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। ক্রেতাদের চাহিদা মত সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে সফলও হয়েছে রোবটটি। পানিরোধক চশমা চশমাটির দুটি কাচেই বসানো হয়েছে ছোট ক্যামেরা। ফলে পথ চলার সময় ছবি তোলার পাশাপাশি ১০ সেকেন্ডের ভিডিও করা যাবে। সাধারণ চশমার আদলে তৈরি চশমাটি পানিরোধী, বৃষ্টির সময়ও ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে। স্ন্যাপচ্যাটের এই চশমাটির দাম পড়বে ১৫০ ডলার।
×