ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ আজ ভিয়েতনাম

এএফসি ফুটসাল

প্রকাশিত: ০৪:৪৫, ৪ মে ২০১৮

এএফসি ফুটসাল

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। দুপুর আড়াইটায় থাইল্যান্ডের ব্যা্কংকে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৭ গোলে হেরে ফুটসালে অভিষেকটা সুখকর হয়নি সাবিনা-কৃষ্ণাদের। এর একমাত্র কারণ এই ফরমেটে কখনই না খেলার পূর্ব অভিজ্ঞতা। একমাত্র সাবিনা খাতুন ছাড়া বাংলাদেশের আর কোন মেয়েরই ফুটসালে খেলার অভিজ্ঞতা নেই। হার দিয়ে শুরু করাতে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের একদম নিচের সারিতে। চাইনিজ তাইপেও পয়েন্টশূন্য হলেও তারা আছে তৃতীয় স্থানে। মালয়েশিয়া আর ভিয়েতনামের তিন পয়েন্ট হওয়াতে টেবিলের ওপরের সারিতে আছে তারা। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন আশা করছেন প্রথম ম্যাচে ফলাফল যেটিই হয়েছে সেটি ভুলে ভিয়েতনামের বিপক্ষে ভাল খেলা উপহার দেবে তার শিষ্যরা। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচটি খেলবে রবিবার। চাইনিজ তাইপের বিপক্ষে ওই ম্যাচটি হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
×