ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইসেন্সবিহীন ১০ চালককে সাজা

প্রকাশিত: ০৫:৪৫, ৩ মে ২০১৮

 লাইসেন্সবিহীন  ১০ চালককে  সাজা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর একাধিক এলাকায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে সাজা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। বুধবার মিরপুর, কল্যাণপুর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক- পশ্চিম) আবু তোরাব মোঃ শামসুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম। ১০ জনের মধ্যে পাঁচজনই লেগুনা চালক। বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন গাড়ি চালানোর অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা ও ২৪টি মামলার পাশাপাশি তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। অর্থ দণ্ড পাওয়াদের মধ্যে বাস, লেগুনা ও অটোরিক্সা চালকও রয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে ডিএমপি’র অন্যান্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত রাখবে। সম্প্রতি রাজধানীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েছে। যাত্রী অধিকার সংরক্ষণে কাজ করা বিভিন্ন বেসরকারী সংগঠনের পরিসংখ্যানও বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। গেল মাসে দু’বাসের মাঝখানে চাপা পড়ে কলেজছাত্র রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই কলেজ ছাত্র। এ ঘটনায় সারাদেশে হইচই শুরু হয়। প্রতিটি মানুষকে নাড়া দেয় রাজীবের মৃত্যু। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকার রাস্থায়। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৭-এর খসড়ায় সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করারও দাবি ওঠে সব মহল থেকেই। যার ধারাবাহিকতায় সড়ক দুর্ঘটনা রোধে কিছুটা হলেও সাড়া দিয়েছে রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ। যদিও প্রয়োজনের তুলতায় তা খুবই অপ্রতুল। ১১ লাখের বেশি পরিবহন এখন রাজধানী ঢাকায়। যার বিপরীতে মাত্র ৬ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন মোবাইলকোর্ট পরিচালনার জন্য। এরমধ্যে দিনে সর্বোচ্চ চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এমন বাস্তবতায় পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়টি চ্যালেঞ্জেই থেকে যাচ্ছে।
×