ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০৫:০৪, ৩ মে ২০১৮

ভালুকায় পারিবারিক কলহে স্বামীর হাতে  স্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ, ২ মে ॥ উপজেলায় হবিরবাড়ি গ্রামের মাওরাপাড়া এলাকায় মঙ্গলবার রাতে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। অভিযুক্ত স্বামীকে পুলিশ আটক করেছে। জানা যায়, শুক্রবার বিকেলে ছেলেবউ রোজিনার সঙ্গে শাশুড়ি মাজেদা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে কথা ঝগড়া হয়। এ সময় শ্বশুর হেলাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে মাজেদা খাতুন, ছেলে নাজমুল ও মেয়ে রাহিমাকে লাঠি, বাঁশের খাটিয়া দিয়ে মারধর করে। এতে মাজেদা খাতুন গুরুতর আহত হন। তাকে বিনা চিকিৎসায় বাড়িতে রেখে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে মাজেদা অজ্ঞান হয়ে পড়লে তাকে সিডস্টোর বাজারে পল্লী চিকিৎসকের কাছ থেকে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মাজেদা মারা যান। মাজেদা মারা যাওয়ার পর স্থানীয়রা হেলাল উদ্দিন (৬৫) কে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। মাজেদার হাতে ও দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক বাদী হয়ে তার পিতা হেলাল উদ্দিনকে আসামি করে একটি হত্যা দায়ের করেছে। লাশ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সান্তাহার নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে শ্বাসরোধে খুন করার অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরদার পাড়ায়। পুলিশ নিহতের স্ত্রী সাইমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ দিকে, স্ত্রী তার স্বামীকে খুন করেছে; সকালে এই খবর জানাজানি হবার পর ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে দলে দলে নারী-পুরুষ খুনী হিসেবে অভিযুক্ত স্ত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এখলাছ উদ্দিন বিপ্লব (৩২) প্রায় ৮/৯ বছর পূর্বে উপজেলার পৌঁওতা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সাইমা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। বদমেজাজি স্ত্রী সাইমা বেগম স্বামীর পরিবারের সঙ্গে থাকতে অনিহা প্রকাশ করে। বাধ্য হয়ে ট্রাকচালক স্বামী বিপ্লব স্ত্রীকে নিয়ে কখনও সান্তাহার শহরে কখনও আদমদীঘি উপজেলা শহরের একাধিক স্থানে ভাড়া বাসায় বসবাস করতে থাকে। গত ৭/৮ মাস পূর্বে বিপ্লবের বাবা মারা গেলে গ্রামের বাড়িতে ফিরে যায়। কিন্তু স্ত্রী সাইমা এতে ঘোর আপত্তি জানাতে থাকে। এ নিয়ে প্রায় দিনই উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটত। নিহত বিপ্লবের ছোট ভাই বাধন হোসেন জানান, তার বড় ভাই এক ছেলে সন্তানের জনক বিপ্লব খুব নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় দিনই ভাবি ভাইকে নানাভাবে নির্যাতন করত। পতেঙ্গায় যুবতীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সৈকতের ১৮ নম্বর ব্রিজের কাছাকাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আনুমানিক ২২ বছর বয়সী মেয়েটির দেহ সৈকতের পাথরের ওপর পড়েছিল। সে আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের হতে পারে। তার শরীরে মারাত্মক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে হালকা আঘাত রয়েছে। মৃত দেহটির মুখ থেকে ফেনা যাওয়ার আলামত রয়েছে। এতে করে মেয়েটি বিষপানে আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কক্সবাজারে গৃহবধূ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরের বাদশাঘোনায় সবনাজ প্রকাশ পুতুনি (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। সোমবার মধ্যরাতে জেলা সদর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে স্বজনেরা। এর আগে তাকে হাসপাতালে নেয় শ্বশুরালয়ের লোকজন। মৃত্যুর খবর পেয়ে তারা হাসপাতাল ত্যাগ করে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নাসির নগরে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দী অবস্থায় রিয়া আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণীর এক মাদ্রসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া ধর ম-ল দাখিল মাদ্রসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। বুধবার দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে শিশুটির বাড়ির প্রতিবেশী শাহ আলমের বাড়ির টয়লেটের সেফটি ট্যাংঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়া ওই গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল আজিজের একমাত্র কন্যা। আমতলীতে ছাত্রী নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসমিম আরা মিতুর মরদেহ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার লাইব্রেরিয়ান শাহ আলম মিয়া কন্যা তাসমিম আরা মিতু। মিতু মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বুধবার সকালে জীববিজ্ঞান প্রাইভেট পড়া শেষে পৌর শহরের ওয়াবদা এলাকার বাসায় ফিরে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই কক্ষে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। লক্ষ্মীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব রাজাপুর গ্রাম শ্বশুরবাড়ি থেকে কাজী ফারুক (২৮) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিতা সদর উপজেলাধীন দেওপাড়া গ্রামের আব্দুল লতিফ। মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শরীয়তপুরে চালক নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, বুধবার সকালে জেলার জাজিরা উপজেলার রাঢ়িকান্দি এলাকায় পদ্মা নদীর পাড়ে শ্বাসরোধ করে হত্যা করা এক পিকআপ গাড়ি চালকের লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। লাশের কাছে একটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টের ছবি ও লাশের সঙ্গে মিল থাকায় সহজেই নিহতের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম শাহাদাত হোসেন। সে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর এলাকার ধর্মসুর গ্রামের মজিল হকের ছেলে।
×