ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে মে দিবস পালন

শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শপথ

প্রকাশিত: ০৫:০০, ৩ মে ২০১৮

শ্রমিকদের ন্যায্য মজুরির  দাবিতে শপথ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে মঙ্গলবার যথাযোগ্য কর্মসূচী ও মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। কর্মসূচীর আলোচনা সভা, শ্রমিক সমাবেশ, লাল পতাকা মিছিল এবং শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে দৃপ্ত শপথ। বিভিন্ন রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন দিনটি পালন করে সংগ্রামী চেতনায়। চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে নগর ও আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত হয় সমাবেশ। এতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। শেখ হাসিনার সরকার শ্রমিকদের মজুরি ১০৮ শতাংশ বাড়িয়েছে। সরকারী কর্মচারীদের বেতনস্কেল করা হয়েছে সর্বনিম্ন ৮ হাজার ২শ’ টাকা। গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৫ হাজার ২শ’ টাকা করার আইন করা হয়েছে। শ্রমিক কর্মচারীদের উৎসব ভাতাও প্রদান করা হয়েছে। এই সরকারকে শ্রমিকবান্ধব আখ্যায়িত করে তিনি বলেন, শ্রমিক কল্যাণে বর্তমান সরকার যা করেছে অতীতে কোন সরকার তা করেনি। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। আবু আহমদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফর আলী, আবদুল আহাদ প্রমুখ। একই দিন বিকেলে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতরের উদ্যোগেও মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম বিভাগীয় শ্রম পরিচালক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ-মহাপরিদর্শক আবদুল হাই, বিভাগীয় শ্রম দফতর সহকারী পরিচালক মোশারফ হোসেন, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের উদ্যোগে নগরীর বিআরটিসি বাস টার্মিনাল সড়কে অনুষ্ঠিত হয় বিরাট এক শ্রমিক সমাবেশ। সকালে অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চালকদের ফাঁসি দিয়ে এবং লাখ টাকা জরিমানা করে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। বরং দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ ১০ দফা দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তৃতা করেন ফেডারেশনের পূর্বাঞ্চলীয় কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিন, ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুসা, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব আবদুস সবুর প্রমুখ। মহান মে দিবসে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে শ্রমিকরা এ সমাবেশে যোগ দেয়। সংগঠনটির ব্যানারে একটি লাল পতাকার মিছিলও বের করা হয়। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে নগরীর কাজীর দেউড়ি চত্বরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মে দিবসের পটভূমিতে নেতৃত্বদানকারী আগস্ট স্পাইসসহ ৬ জন শ্রমিকের প্রতিকৃতি, টিইসি প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী হারুন, টিইউসি চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আহসান উল্লাহ চৌধুরী এবং কমরেড তাজুলের ছবিসহ শ্রমিকেরা সমাবেশ ও শোভাযাত্রায় যোগদান করেন। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে টিইউসির অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনসমূহ সুসজ্জিত লাল পতাকার ব্যানার নিয়ে যোগদান করে। . রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে যৌথভাবে শোভাযাত্রা বের করে বিভাগীয় শ্রম দফতর, শিল্প সম্পর্ক শিক্ষায়াতন ও শ্রম কল্যাণ কেন্দ্র। রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বক্তব্য দেন রাজশাহী ও রংপুর বিভাগের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মুহাম্মদ নাসির উদ্দিন। . নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দফতর ও বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথভাবে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিকেএমইএ’র সহসভাপতি হুমায়ূন কবীর খান শিল্পী ও শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহাম্মদ পলাশ প্রমুখ। দিনটি উপলক্ষে সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের ইউটার্ন এলাকা থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলের থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উক্ত শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সামাদ বেপারীর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, প্রচার সম্পাদক তাজিম বাবু ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুখ। . বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মহান মে দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রমিকলীগ, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, কর্মজীবী নারী সংগঠন, অঙ্কুরসহ বিভিন্ন সংগঠন এ উপলক্ষে পৃথক র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। . কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ‘শ্রমিক-মালিক ভাই ভাই-সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগানকে বুকে ধারণ করে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঘোষপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মজিদুল সর্দার, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ। . ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, মঙ্গলবার সকালে শহরের বেশকিছু পয়েন্ট থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় লোকনাথ টেংকের পাড় মাঠে জমায়েত হয়। পরে সেখান থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং সকল শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। . নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হরতাল অবরোধ দিয়ে জীবন্ত মানুষ যারা পুড়ে মারে, রাস্তাঘাট-গাগিঘোড়া যারা বন্ধ করে, লেখাপড়া ব্যবসা-বাণিজ্য বন্ধ করে, তাদেরকেই বন্ধ করে দিতে হবে। যারা এসব কাজ করে তাদের এই বংলাদেশে থাকাটাও বন্ধ করে দিতে হবে। ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। . সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শ্রমিকলীগ, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। সকাল থেকে শুরু হওয়া খন্ড খন্ড র‌্যালিতে সাতক্ষীরা শহর মুখরিত করে তোলে। সকাল ৮ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন ও বাস-মিনিবাস মালিক সমিতির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। . ভোলা নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, আগামী নির্বাচনে কোন তত্ত্বাবধায়ক সরকারও আসবে না, কোন সহায়ক সরকারও আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নিশ্চই তারা ভুল করেছেন। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করেছেন। আগামী দিনে যদি নির্বাচন না করেন তা হলে আবারও ভুল হবে। এই সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিকলীগ আয়োজিত মহান মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন। ভোলা নতুন বাজার শ্রমিকলীগ কার্যালয়ের চত্বরে ভোলা জেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ। এ দিকে সমাবেশে শ্রমিকলীগ ছাড়া বিভিন্ন সংগঠনের শ্রমিক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
×