ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভার্চুয়াল ব্যাংকনোট ‘ইউপে’

প্রকাশিত: ০৪:৪৯, ৩ মে ২০১৮

ভার্চুয়াল ব্যাংকনোট ‘ইউপে’

বাংলাদেশে ২০১৭ সালে ভার্চুয়াল ব্যাংকনোট প্রযুক্তি চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ‘ইউপে এ্যাপ’ নামে ক্যাশলেস এই মোবাইল ব্যাংকিং পদ্ধতি ইতোমধ্যে সর্বজনীন প্রচারে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ পদ্ধতিতে দেশের যে কোন মোবাইল ফোন নম্বর ব্যবহার করে যে কোন জায়গায় লেনদেন করা যাবে। ইউপে ব্যবহারে সব ধরনের আর্থিক লেনদেন নিরাপদ করার জন্য ব্লাকচেইন ও কিউ.আর (কুইক রেসপন্স কোড)-এর মতো নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গুগল প্লে এবং এ্যাপ স্টোরের মাধ্যমে ইউপে মোবাইল ব্যাংকিং এখন আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত। আমাদের দেশে বেশিরভাগ মানুষ নগদ টাকায় লেনদেন করতে অভ্যস্ত। কিন্তু এক্ষেত্রে সবসময় টাকা চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি থাকে। অথচ প্রায় ১৬ কোটি মানুষের সামান্য একটি অংশ সহজে ব্যবহারযোগ্য এবং নিরাপদ মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে, যদিও বেশির ভাগ মানুষের মোবাইল ফোন আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×