ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নায়ক নাভাসে ঐতিহাসিক হ্যাটট্রিক ফাইনালে রিয়াল

প্রকাশিত: ০৪:২১, ৩ মে ২০১৮

নায়ক নাভাসে ঐতিহাসিক হ্যাটট্রিক ফাইনালে রিয়াল

জাহিদুল আলম জয় ॥ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে প্রতিপক্ষ স্ট্রাইকারদের সামনে ‘ত্রাস’ হিসেবে আবির্ভূত হয়েছিলেন কেইলর নাভাস। কোস্টারিকার এই গোলরক্ষক গোলপোস্টের নীচে দাঁড়িয়ে গিয়েছিলেন চীনের প্রাচীর হয়ে। যে কারণে বিশ্বকাপ শেষেই তাকে দলভুক্ত করে নেয় স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। ইকার ক্যাসিয়াসকে সরিয়ে নাভাসকে নেয়টা ভুল হয়নি সেটা অনেক আগেই প্রমাণ করেছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আরেকবার নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের বিরুদ্ধে সান্টিয়াগো বার্নাব্যুতে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেন। মূলত নাভাসের নায়কোচিত পারফর্মেন্সে ভর করে টুর্নামেন্টে রেকর্ড টানা তৃতীয় ও সবমিলিয়ে ১৬তম বারের মতো ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ ও নাটকীয়তায় ভরপুর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এর আগে সেমির প্রথম লেগে মিউনিখ থেকে রিয়াল জিতে এসেছিল ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে তাই জিনেদিন জিদানের দলের জয় ৪-৩ গোলে। বার্নাব্যুতে রিয়াল ড্র করেছে অনেকটা সৌভাগ্য সঙ্গী করে। প্রতিপক্ষ গোলরক্ষক উলরেইচ একটি গোল উপহার দেয়া ছাড়াও মার্সেলোর হাতে বল লাগলেও পেনাল্টি পায়নি জার্মান ক্লাব। এরপরও ম্যাচটি প্রায় আধাঘণ্টা বাকি থাকাবস্থায় সমতা বিরাজ করছিল ২-২ গোলে। এ কারণে বাকি সময়ে বেয়ার্ন একটি গোল করতে পারলেই ‘এ্যাওয়ে’ গোলের সুবিধা নিয়ে ফাইনালে পৌঁছে যেত। গোল পেতে বাভারিয়ানরা রিয়ালের রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণও শানায়। যে কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, করিম বেনজেমাদের পর্যন্ত ডিফেন্সে নেমে আসতে হয়। উপর্যুপরি আক্রমণে গোল পেতে পেতেও পায়নি জার্মান চ্যাাম্পিয়নরা। অন্যভাবে বললে বলা যায়, পেতে দেননি নাভাস। পুরো ম্যাচে তিনি বেয়ার্নের আটটি গোল প্রচেষ্টা নস্যাৎ করে দেন। চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের কোন ম্যাচে এটা তার সর্বোচ্চ ‘সেভ’। ম্যাচে বেয়ার্ন কতটা আক্রমণাত্মক ছিল তার সাক্ষী পরিসংখ্যান। গোটা ম্যাচে বাভারিয়ানদের গোলপোস্ট লক্ষ্য করে রিয়াল শট নিয়েছে মাত্র নয়বার। অন্যদিকে রিয়ালের গোলপেস্টে ২২টি শট নিয়েছে জাপ হেইঙ্কেসের দল। এর মধ্যে গোলপোস্ট বরাবর ছিল ১০টি শট। নাভাস শুধু দুটি শট রুখতে পারেননি। সেই দুইবারই গোল পেয়েছে বেয়ার্ন। বাকি আটবারই রিয়ালের ত্রাণকর্তা নাভাস। যে কারণে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে হতাশায় মাঠে কাঁদতে থাকেন মুলার, লেভানডোস্কি, এ্যালাবারা। বার্নাব্যুতে ম্যাচের তৃতীয় মিনিটে ডানদিক থেকে আসা ক্রস গোলমুখে ফেরাতে পারেননি সার্জিও রামোস। বল চলে যায় ডি বক্সে থাকা জোসুয়া কিমিচের পায়ে। বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান এই ডিফেন্ডার। তবে ১১ মিনিটে গোলটি পরিশোধ করে দেন রিয়ালের বেনজেমা। মাতেও কোভসিসের দূরপাল্লার বল নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন মার্সেলো। সেটি দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ফরাসী মিডফিল্ডার টোলিসোর ব্যাকপাস ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বেয়ার্নের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক উলরেইচ। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায় গোলমুখে, ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজটুকু সারেন সুযোগ সন্ধানী বেনজেমা। এই জয় রিয়াল কোচ জিনেদিন জিদানকে আরেকটি ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জয় পেলেই তিনি পৌঁছে যাবেন কার্লো আনচেলোত্তি ও বব পাইসলির কাতারে। এ দু’জন কোচেরই আছে ইউরোপের সেরা এই টুর্নামেন্টে তিন শিরোপা জয়ের অভিজ্ঞতা। আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার রাতে মুখোমুখি হয় লিভারপুল ও রোমা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালে লড়বে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লীগই হচ্ছে এই ক্লাবের (রিয়াল মাদ্রিদ) ডিএনএ। ফাইনালে শেষ মিনিট পর্যন্ত আমরা লড়াই করে যাব। যেমনটি পরশু রাতে করেছে বেয়ার্নের খেলোয়াড়রা। প্রায় অভিন্ন কথা বলেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। স্প্যানিশ তারকা বলেন, রিয়ালের ডিএনএ আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে শেখায়। ফাইনালে আমরা খুব কঠিন একটা প্রতিপক্ষ পেতে যাচ্ছি। মানুষ কথা বলতেই থাকুক। আমরা মাঠে করে দেখাতেই পছন্দ করি। সেমির প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গড়েছিলেন টুর্নামেন্টে সর্বোচ্চ জয়ের কীর্তি। দ্বিতীয় লেগে গড়েছেন গোলরক্ষক বাদে যে কোন পজিশনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। পরশু রাতে মাঠে নেমেই গোলরক্ষক বাদে যে কোন পজিশনে চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ ১৫২ ম্যাচ খেলার রেকর্ড গড়েন সি আর সেভেন। পেছনে ফেলেন ১৫১ ম্যাচ খেলা বার্সিলোনার সাবেক ফুটবলার জার্ভি হার্নান্দেজকে।
×