ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ীর দোকান ভাংচুর

প্রকাশিত: ০৪:১৬, ১ মে ২০১৮

বগুড়ায় সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ীর দোকান ভাংচুর

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার সকালে শহরের কাঁঠালতলা এলাকায় এক কুখ্যাত সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টায় দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। জমির দখল স্বত্ব নিয়ে বিরোধের জের ধরে ও মেসার্স রুপসী বস্ত্রালয় নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়াটে সন্ত্রাসীরা হুমকি দিয়ে এর একাংশ ভাংচুর করে বলে অভিযোগ। শহরের ব্যস্ততম এলাকায় হুমকি দিয়ে দোকান উচ্ছেদের চেষ্টা ও ভাংচুরের ঘটনায় শোরগোল পড়ে যায়। অভিযোগ করা হয়েছে, রুপসী বস্ত্রালয় সেখানে ৬৬ সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসাসহ নিয়মিত ভাড়া প্রদান করে আসছে। সম্প্রতি তাকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। সকাল ৯ টার দিকে বগুড়ার চকসুত্রাপুর এলাকার এক কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর লোকজন ব্যবসায়ী হাবিবুর রহমানকে তার ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে বলে। এর পরেই শুরু হয় ভাংচুর। পাশের লতিফুন বস্ত্রালয়ের দোকান সংস্কারের নামে রূপালী বস্ত্রালয়ের ছাদে লোকজন ওঠে টিন খোলাসহ ভাংচুর শুরু করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় শত শত লোজন সেখানে ভিড় জমায়। পরে পুলিশ বিরোধপূর্ণ ওই জায়গার মালিকদের পক্ষে হারুনুর রশিদ ও রূপসী বস্ত্রালয়ের ব্যবসায়ী হাবিবুর রহমানকে থানায় ডেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়।
×