ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে প্রাথমিক চিকিৎসা সেবায় ট্রেনিং প্রদান

প্রকাশিত: ০৪:১৫, ১ মে ২০১৮

মুন্সীগঞ্জে প্রাথমিক চিকিৎসা সেবায় ট্রেনিং প্রদান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ৪৫ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ট্রেনিং দেয়া হয়েছে। রেডক্রিসেন্ট ইউনিট আয়োজিত তিন দিনব্যাপী এই কর্মশালার সমাপনীতে সোমবার কে.কে. গভ ইন্সটিটিউশনে মিলনায়তনে তাদেরকে সনদ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সনদ প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহসভাপতি মতিউল ইসলাম হিরু, সেক্রেটারী শাজাহান গাজী ও সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। বিদ্যালটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনসুর আহম্মেদ খাঁনের সভাপতিত্বে এবং রেড ক্রিসেন্টের যুব প্রধান শাওন আহম্মেদের সঞ্চালানায় ইউনিট লেভেল অফিসার এস এম জাহিদ হাসান বক্তব্য রাখেন।
×