ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে অনন্য উচ্চতায় অধিনায়ক ধোনি

প্রকাশিত: ০৪:৩২, ৩০ এপ্রিল ২০১৮

 আইপিএলে অনন্য উচ্চতায় অধিনায়ক ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচেই ছক্কা হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্লাব টি২০ ইতিহাসে প্রথম ‘অধিনায়ক’ হিসেবে গড়েছিলেন ৫০০০ রানের নতুন রেকর্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও পরের ম্যাচে মুম্বাইর কাছে বড় ব্যবধানে হেরে গেছে চেন্নাই। তবে এদিন আরও এক মাইলস্টোনে পা রেখেছেন ভারতীয় ক্রিকেটের চলমান কিংবদন্তি। প্রথম ‘অধিনায়ক’ হিসেবে (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে) আইপিএলে ১৫০তম ম্যাচ খেলেছে ৭ জুলাই ৩৭ বছর বয়সে পা রাখতে যাওয়া তুখোড় উইকেটরক্ষক ব্যাটসম্যান। দুই মৌসুমের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাইকে এখন সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তাতে ভক্ত-বিশ্লেষকদের অনেকেই মুগ্ধ না হয়ে পারছেন না। ২০০৮ থেকে এ পর্যন্ত আইপিএলে ১৫০টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে দলকে ৮৮ বার জিতিয়েছেন। এটিও একটি রেকর্ড। তার সাফল্যের হার সর্বোচ্চ শতকরা ৫৯ ভাগ। ২০০৯ থেকে এ পর্যন্ত ১২৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় স্থানে গৌতম গাম্ভীর। এবার নতুন দল দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে শেষ ম্যাচে যার একাদশেই জায়গা হয়নি। তিনি দলকে জিতিয়েছেন ৭১টি ম্যাচ। ২০১১ থেকে ৮৮ ম্যাচে অধিনায়কত্ব করে বিরাট কোহলির জয় ৪০। আইপিএলে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার তালিকায় পরের দুটি স্থানে যথাক্রমে রোহিত শর্মা (৮২ ম্যাচে ৪৭ জয়) ও এ্যাডাম গিলক্রিস্ট (৭৪ ম্যাচে ৩৫ জয়)। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় উপহার দেন ধোনি। অপরাজিত থাকেন ৭০ রানে। পরশু মুম্বাইর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আউট হয়েছেন ২৬ রান করে। সবমিলিয়ে ক্লাব টি২০তে ২৮৪ ম্যাচে ‘অধিনায়ক’ ধোনির রান এখন ৫৮০৬। যা নতুন রেকর্ড। কিছুদিন আগে নিজেই নিজেকে ‘ইউনিভার্সাল বস’ ঘোষণা দিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট দৈত্য ক্রিস গেইল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনটাই মনে করে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন। এই অস্ট্রেলীয়র ভাবনার পিছনে যুক্তিও কম নেই। শুধু এক ম্যাচেই ধোনি যা করে দেখিয়েছেন, খুব বেশি ক্রিকেটার তেমন কিছু করার ধারে কাছে পৌঁছাননি। টি২০ ক্রিকেটে তিনিই প্রথম অধিনায়ক, যিনি ৫০০০ রান পূর্ণ করেছেন। বুধবার (২৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন ধোনি। শুধু তাই নয়, ওই ম্যাচে ৭০ রান করার পথে ৭টি ছয় মেরেছেন তিনি। আইপিএলে কোন ইনিংসে এটাই তার সর্বাধিক ছয় মারার রেকর্ড। বুড়ো ধোনির অমন রুদ্রমূর্তি দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হেইডেন লেখেন, ‘ও মাই গড! দয়া করে আমাকে ঘুমাতে দাও। কেন তুমি আইপিএল এত দারুণ বানিয়েছ। এমএস ধোনিই সত্যিকারের ইউনিভার্সাল বস। আর রাইডু আম্বাতির মতো ঠান্ডা ব্যাটসম্যান আমাকে এই বছরের শেষ পর্যন্ত রোমাঞ্চিত করে রাখবে। আমি ঘুমাতে পারছি না। এটা অবিশ্বাস্য।’ এবারের আইপিএলে ধোনির ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৫, ২৫, ৭৯*, ৫, ২৫*, ৭০* ও ২৬ রানের ইনিংস। ভারতকে দু’দুটি শিরোপা উপহার দেয়া ‘ক্যাপ্টেন কুল’ চেন্নাইকে দু’বার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন। এবারও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।
×