ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠদান ব্যাহত

বাউফলে প্রাইমারী স্কুলে শিক্ষক সঙ্কট

প্রকাশিত: ০৪:১১, ৩০ এপ্রিল ২০১৮

বাউফলে প্রাইমারী স্কুলে  শিক্ষক সঙ্কট

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৯ এপ্রিল ॥ বাউফলে ২শ’ ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১শ’ ৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৬০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্তদের দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২শ’ ৩৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অবসর গ্রহণ, অন্যত্র বদলি ও মৃত্যুজনিত কারণে ১শ’ ৮ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য হয়ে যায়। ওই সব শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। এছাড়া ৬০ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এদিকে উপজেলার মূল ভূখ- থেকে তেঁতুলিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়েছে। মাত্র দুই থেকে তিনজন শিক্ষক দিয়ে কোন রকম চলছে পাঠদান। দুর্গম চর এলাকা হওয়ায় ওই ইউনিয়নে কোন শিক্ষক যোগদান করতে চায় না। আবার যোগদান করলেও কিছুদিন পরে শিক্ষা অফিস ম্যানেজ করে আবার বদলি হয়ে যায়। কোনভাবে বদলি হতে না পারলেও ডেপুটেশনে চলে যান। উপজেলার নাজিরপুর ইউপির ছয়হিস্যা তাঁতেরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দেবনাথ জানান, তিনি ২০১৫ সাল থেকে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন । একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিজেকেও ক্লাস নিতে হয়। উপজেলা শিক্ষা অফিসসহ সরকারী কার্যক্রমে অংশ নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে । বাউফল প্রাাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ খান বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সঙ্কটের ফলে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। বাউফল উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় শূন্যপদের চেয়ে চাহিদা বেশি। শূন্যপদ পূরণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
×