ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমিরাত থেকে ফের কুইট ম্যারাডোনা!

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০১৮

আমিরাত থেকে ফের কুইট ম্যারাডোনা!

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টিকতে পারেননি। ২০১০ সালে সেই দায়িত্ব বাধ্য হয়ে ছাড়ার পরের বছরই আরব আমিরাতের অখ্যাত ক্লাব আল ওয়াসলে কোচ হিসেবে শুরু করেছিলেন। কিন্তু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কিংবদন্তি আর্জেন্টাইন দিয়েগো ম্যারাডোনা সেখান থেকেও বরখাস্ত হন। এবার আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহতেও মন টিকল না তার। এবার অবশ্য প্রথম বিভাগে খেলছিল ক্লাবটি এবং দেশের সেরা আসর ইউএই প্রো-লীগে ওঠানোর উদ্দেশ্য ছিল ম্যারাডোনার। সেটা না হওয়াতেই তার আইনজীবী ম্যাতিয়াস মোরলা জানিয়েছেন কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। আল ওয়াসলে খুব বাজে অভিজ্ঞতা হওয়ার পর আর কোন ক্লাবের কোচের দায়িত্বে আসেননি ম্যারাডোনা। ৫ বছর পর ২০১৭ সালে আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরাহতে কাজ শুরু করেন। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকা সেখানেও থাকলেন না। এক বছর পরই দায়িত্ব ছাড়লেন। এবার প্রথম বিভাগে খেলা ক্লাবটি অবশ্য বেশ ভাল অবস্থানেই ছিল। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা ১২ ক্লাবের এ লীগে। কোন ম্যাচই হারেনি তারা ম্যারাডোনার অধীনে। কিন্তু ১১ জয়ের বিপরীতে ১১ ড্র তাদের পিছিয়ে দিয়েছে। আর এই অত্যধিক ড্রয়ের যন্ত্রণাতেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ম্যারাডোনা। সর্বশেষ শুক্রবার ৫ নম্বরে থাকা দল খোর ফাক্কানের সঙ্গে ১-১ গোলে ড্র করার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। কারণ লীগের ম্যাচ শেষ হয়েছে এবং তৃতীয় অবস্থানও নিশ্চিত। এ বিষয়ে মোরলা বলেন, ‘আজকের ম্যাচের পর দলের প্রিমিয়ার লীগে (ইউএই প্রো-লীগ) ওঠার যে উদ্দেশ্য তা অর্জন হয়নি। এ কারণে আর এই দলের কোচ হিসেবে থাকবেন না ম্যারাডোনা।’ আইনজীবী মোরলা জানিয়েছেন বিষয়টি ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ৫৭ বছর বয়সী ম্যারাডোনা গত বছর মে মাসে দলটির দায়িত্ব নিয়েছিলেন। এরপর দলটিকে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে তোলেন। দুই বছর তারা দ্বিতীয় বিভাগে খেলেছিল।
×