ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৩ কেজি সোনাসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ এপ্রিল ২০১৮

সাড়ে ১৩ কেজি সোনাসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের দুই সদস্যকে সাড়ে ১৩ কেজি সোনাসহ আটক করেছে র‌্যাব। শনিবার বিকেলে র‌্যাব-১ এর নেতৃত্বে একটি দল তাদেরকে আটক করে। তারা হলো, কুমিল্লার কাজী মাহবুব হোসেন ও নারায়ণগঞ্জের জাকির হোসেন। র‌্যাব-১ অধিনায়ক লে কর্নেল সারওয়ার বিন কাসেম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উত্তরার ৬ নং সেক্টরের ১০ নং রোডের ১২ নং বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় তাদের উপস্থিতিতেই এসব সোনা জব্দ করা হয়। আটকের পর পরই তারা স্বীকার করেছে, তারা আন্তর্জাতিক সোনা চোরাচালানের সক্রিয় সদস্য। এর আগেও তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এ ধরনের সোনার চালান এনে দেশের ভেতর ও বাইরে হাতবদল করেছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে চোরাচালানের বিস্তারিত তথ্য জানা যাবে। র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের কর্মকা- নজরদারিতে ছিল। সোর্সের দেয়া তথ্য যাচাই-বাছাই করার পরই শনিবার দুপুরে ওই বাড়িতে হানা দেয় র‌্যাবের একটি দল। মাহবুব হোসেন ও জাকির হোসেনকে আটকের সময় সেখানে দেখা যায় বিপুল পরিমাণ সোনার বার। এগুলো সিঙ্গাপুর থেকে বিমানবন্দর দিয়ে আনার পর এখানে পাচারের অপেক্ষায় মজুদ গড়া হয়। সারওয়ার বিন কাসেম বলেন, ৮ তলা বাড়ির সবার ওপরের তলায় একটি ডুপ্লেক্স বাসায় কাজী মাহবুুবের রাজপ্রাসাদ। সে বিগত ৬ বছর ধরেই সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। শুক্রবার রাত দুটোর সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই চালান নিয়ে আসে জাকির হোসেন। রাতে ফ্লাইট থেকে বের হয়ে সোনার চালানটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নিরাপদ স্থানে লুকিয়ে রেখে চলে আসে কাজী মাহবুরের বাসায়। শনিবার সকালে মাহবুব বিমানবন্দরে গিয়ে ওই চালানটি নিয়ে আসে। এর কয়েক ঘণ্টা পরই র‌্যাব সেখানে গিয়ে হানা দেয়। তিনি বলেন, প্রথমে তারা অস্বীকার করে তাদের কাছে কোন সোনার চালান নেই। পরে চাপ দিলে তারা একটি ব্যাগ থেকে এগুলো বের করে দেয়। দুটো ব্যাগই স্কচ টেপ মোড়ানো অবস্থায় রাখা ছিল এ সোনা। তাদের অপর সহযোগীদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
×