ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ভুট্টার বাম্পার ফলন

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ এপ্রিল ২০১৮

নওগাঁয় ভুট্টার বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শস্যভান্ডার খ্যাত উত্তরের নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টাচাষ করা হয়েছে। বিভিন্ন মাঠে আগাম জাতের ভুট্টা কর্তন শুরু হয়েছে ইতোমধ্যেই। কর্তনকৃত ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলার বিভিন্ন মাঠ ও নদী তীরজুড়ে এখন ভুট্টা কর্তনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পেয়ে আনন্দিত। আত্রাই উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ৮ ইউনিয়নে লক্ষ্যামাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে। উপজেলার হাতিয়াপাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, এলাকার যেসব জমিতে পূর্বে বোরো চাষ করা হতো, সেসব জমির অনেক গুলোতেই আমরা এবার ভুট্টাচাষ করেছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই ওঠেনা। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টাচাষে বেশি ঝুঁকে পড়েছি। এবারে ভুট্টার ফলন ও দাম ভাল পাওয়ায় আমরা খুশি।
×