ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ জননী মেহেরজান বিবির খবর নেয় না কেউ

প্রকাশিত: ০৫:১১, ২৭ এপ্রিল ২০১৮

শহীদ জননী মেহেরজান বিবির খবর নেয় না কেউ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পঙ্গু হাসপাতালের চতুর্থ তলার ৫৫নং বেডে পায়ের যন্ত্রণা ও শারীরিক জটিলতা নিয়ে ছটফট করছেন শহীদ জননী মেহেরজান বিবি। গত সোমবার তার ডান পায়ের অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে আনা হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। পায়ের ব্যথাসহ ডায়াবেটিস, এ্যাজমা, হাঁপানিসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালের বিছানায় কাটছে ৮৮ বছর বয়সী মেহেরজান বিবির। মুখ দিয়ে কথা বলার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছেন তিনি। ভিক্ষা করতে গিয়ে পড়ে গিয়ে এই শহীদ জননীর ডান পায়ের রগ ছিঁড়ে যায়। এরপর কয়েক স্বেচ্ছাসেবক তাকে ফেনী থেকে এনে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করে। জাতীয় পঙ্গু হাসপাতালের অধ্যাপক ও অর্থোপেডিক বিশেষজ্ঞ মোঃ জাহাঙ্গীর জনকণ্ঠকে বলেন, ‘তার অস্ত্রোপচার হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বেশ জটিল। বয়সের কারণে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে তার শরীরে। সবকিছু মিলিয়ে তিনি কবে নাগাদ সুস্থ হবেন তা বলা কঠিন। ডায়াবেটিসসহ অন্যান্য রোগের চিকিৎসা এতোদিন না হওয়ায় তার অবস্থা শঙ্কটাপন্ন। রবিবার রাতেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অক্সিজেন দেয়া হয়েছিল।’ এদিকে, শহীদ জননী মেহেরজান বিবির চিকিৎসা ব্যয় হাসপাতাল বহন করছে বলেও জানান এই চিকিৎসক।
×