ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নতুন রূপে দেবদাস উপাখ্যান

প্রকাশিত: ০৬:২৯, ২৬ এপ্রিল ২০১৮

নতুন রূপে দেবদাস উপাখ্যান

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘দেবদাস’ অবলম্বনে এই উপমহাদেশে বিভিন্ন ভাষায় অসংখ্য সিনেমা, নাটক তৈরি হয়েছে। যুগে যুগে রুপালি পর্দায়, মঞ্চে, ছোট পর্দায় দেবদাস ফিরে এসেছে ব্যর্থ প্রেমিকের প্রতিকৃতি হয়ে। তার সঙ্গে দুই প্রেমিকা পার্বতী ও চন্দ্রমুখীও বার বার আলোড়িত করেছে সবাইকে। শরৎচন্দ্রের দেবদাসকে আধুনিক সময়ের প্রেক্ষাপটেও সিনেমার পর্দায় হাজির করেছেন কেউ কেউ। এ প্রসঙ্গে বলিউডে ভিন্ন ধারার আলোচিত চিত্রনির্মাতা অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবির কথা উল্লেখ করা যায়। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক ব্ল্যাক কমেডি ড্রামা ধাঁচের সিনেমাটি। আধুনিক সময়ের প্রেক্ষাপটে দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুুখীকে দর্শকদের সামনে হাজির করার মাধ্যমে অনুরাগ কাশ্যপ অনেকটা দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন। ‘দেব ডি’ ছবিতে দেবদাসকে দেব, পার্বতীকে পারু ও চন্দ্রমুখীকে লেনি নামে পর্দায় এনেছিলেন সাহসী এই চিত্রনির্মাতা। আর এ চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন এভয় দেওল, মাহি গিল এবং কালপি কোয়েচলিন। আবার অনেকদিন পর সেই দেবদাসকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন বলিউডের আরেক গুণী মেধাবী চিত্র নির্মাতা সুধীর মিশ্র। যিনি একজন ভিন্ন ধারার চলচ্চিত্রকার হিসেবে বলিউডে বেশ আলোচিত থাকেন সব সময়। ‘হাজার খোয়াইশ এ্যায়সি’, ‘ধারাভি’, ‘চামেলি’, ‘ইয়ে শালি জিন্দেগি’-এর মতো হিন্দী সিনেমাগুলো তাকে হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভিন্ন ধারার চিত্রনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার সুধীর মিশ্র নির্মাণ করেছেন ‘দাস দেব’ ছবিটি। আধুনিক সময়ের প্রেক্ষাপটে দেবদাস, পার্বতী এবং চন্দ্রমুখীকে ভিন্ন আঙ্গিকে উপস্থিত করেছেন এ ছবিতে। যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চরিত্রগুলোর স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য পলিটিক্যাল থ্রিলার লাভ স্টোরির আঙ্গিকে দেবদাস এবং তার দুই প্রেমিকা পার্বতী ও চন্দ্রমুখীকে উপস্থাপন করা হলেও চন্দ্রমুখীকে চাঁদনীরূপে হাজির করা হয়েছে। এ ছবিতে আধুনিক সময়ের রাজনৈতিক কূটচালকে ঘিরে সাসপেন্স থ্রিল রোমাঞ্চ ইত্যাদির মিশেল রয়েছে, যা দর্শকদের স্বাভাবিকভাবে আলোড়িত করবে বলে মনে করছেন পরিচালক সুধীর মিশ্র। দর্শক এ ছবিতে পার্বতীকে দেখবেন পারুরূপে। এখানে পারু রীতিমতো রাজনৈতিক নেত্রী, সে বাইক চালায়, স্কুটিতে চলাফেরা করে। তার চলনবলন অনেক আধুনিক, স্মার্ট। দেবদাসকেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন প্রেমিক পুরুষ হিসেবে দেখানো হলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ব্যর্থ প্রেমিককে হয়ত খুঁজে পাবেন না দর্শক। ‘দাস দেব’ ছবিটি বিষয়-বৈচিত্র্যের কারণ ইতোমধ্যে বলিউডে আলাদাভাবে আগ্রহী করে তুলেছে সবাইকে। এ ছবিতে দেব চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট, তাকে এর আগে ছোট পর্দায় ‘হিনা’ সিরিয়ালে দেখা গেছে। বড় পর্দায়ও অভিনয় করেছেন ‘ইয়ে মোহাব্বত হ্যায়,’ ‘নয়ি পান্দোসন’, ‘উগলি’, ‘জয় পঙ্গাজল’, ‘ফিতুর’ প্রভৃতি ছবিতে। তার সঙ্গে পারু চরিত্রে আছেন রিচা চাড্ডা, চাঁদনির ভূমিকায় অদিতি রাও হায়দারি। এ ছাড়াও সৌরভ শুখলা, দিলীপ তাহিল, ভিনীত কুমার সিং, বিপীন শর্মা, দীপরাজ রানা, অনুরাগ কাশ্যপ প্রমুখকে দেখা যাবে বিভিন্ন চরিত্রে।
×