ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:১০, ২৬ এপ্রিল ২০১৮

পুুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৮৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৮ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৪৯৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর সারাদিনই সূচকের ইতিবাচক প্রবণতা বজায় ছিল। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিক, ইউসিবি, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্মা এইড ও কুইন সাউথ টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নাভানা সিএনজি, কুইন সাউথ টেক্সটাইল, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক, আরডি ফুড, এইচ আর টেক্সটাইল, ইসলামিক ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়ার, সাউথ ইস্ট ব্যাংক ও ওয়ান ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : তাল্লু স্পিনিং, রহিমা ফুড, ইমাম বাটন, রেনউইক যজ্ঞেশ্বর, উসমানিয়া গ্লাস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন ও মেঘনা কনডেন্স মিল্ক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৮ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, ইউসিবি, কেয়া কসমেটিক, বিএসআরএম লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জ হোলসিম, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল ব্যাংক।
×