ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্য ও ওষুধে ভেজাল পুষ্টি নিশ্চিতকরণে বাধা ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:২১, ২৪ এপ্রিল ২০১৮

খাদ্য ও ওষুধে ভেজাল পুষ্টি নিশ্চিতকরণে বাধা ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ খাদ্য ও ওষুধ ভেজালকারীরা ‘বিবেকহীন মানুষ’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি। তিনি বলেন, সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই মঙ্গামুক্ত হয়েছে বাংলাদেশ। নিজ নিজ কাজ করে খেয়ে-পরে স্বস্তি ও শান্তিতে বেঁচে আছেন দেশের মানুষ। অর্থনৈতিকভাবে উন্নতিলাভের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মানও হয়েছে উন্নত। পুষ্টিতেও শতভাগ সফলতা পাবে বাংলাদেশ। খাদ্য ও ওষুধে ভেজাল মেশানোর মতো বিবেকহীন কাজ পুষ্টি নিশ্চিতকরণে বাধা হয়ে দাঁড়ায়। সমন্বিত উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে পুষ্টি কার্যক্রমে আরও সফলতা আনা সম্ভব বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্বাস্থ্যসেবা) হাবিবুর রহমান খান প্রমুখ। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। এই কর্মসূচী আগামী ২৯ এপ্রিল শেষ হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। দেশের অবকাঠামোতে অনেক উন্নতি এসেছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য সেক্টরেও এসেছে ব্যাপক সফলতা, যা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। বিশ্বের অনেক দেশে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশ। দেশের মানুষ ফিরে পেয়েছে গোলাভরা ধান ও পুকুরভরা মাছ। প্রত্যন্ত অঞ্চলেও মানুষ পাচ্ছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা। রান্নাতেও এসেছে আধুনিকতা ও বৈচিত্র্য। সারাদেশের মানুষ পাচ্ছে বিদ্যুৎ সুবিধা। জঙ্গী কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হয়েছে। উন্নত হলেই একটি দেশে এসব সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করেন মোহাম্মদ নাসিম। খাদ্য ও ওষুধ ভেজালকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খাদ্য ও ওষুধ ভেজালকারীদের মানসিকতা ও চিন্তা-চেতনায় পরিবর্তন আসতে হবে। জেনে শুনে অনেকে এমন কাজ করেন। কিন্তু এগুলো খেয়ে নিজেদের মা-বাবা, ভাইবোন ও আত্মীয় স্বজনেরাও সমস্যাও পড়তে পারেন, সেদিকে ভেজালকারীদের বিবেক জাগ্রত থাকে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করার পরও টাকা ও বিবেকহীন আইনজীবীদের সহায়তায় আইনী সহায়তা নিয়ে কিছু সংখ্যক মেডিক্যাল কলেজ, ওষুধ কারখানা ও চিকিৎসা প্রতিষ্ঠান চালু থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, নিজ বাড়ি থেকেই পুষ্টি উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে। এটি একটি সামাজিক আন্দোলন। ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে, নির্ধারিত বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বাঙালীরা পরাজিত হতে জানেন না। একদিন পুষ্টিতেও বাংলাদেশ শতভাগ সফলতা পাবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ নাসিম। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। যোগ্য দেশে হিসেবেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে খাদ্য নিয়ে নানা খেলা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব প্রতিকূলতা কাটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। সব সেক্টরেই বিস্ময় জাগাতে পেরেছি আমরা। পুষ্টিতেও আমরা সফলতা পাব। অঞ্চল ভেদে এখনও পুষ্টি সমস্যা রয়েছে। অনেক সময় বিবেকহীন মানুষেরা পুষ্টিকে আক্রান্ত করে থাকে। আমরা সম্পদ ও পুষ্টির সুষম বণ্টন করতে চাই বলে জানান মতিয়া চৌধুরী। ‘চক্রান্ত হলে ছাড় দেয়া হবে না’ ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হলে কোন ছাড় দেয়া হবে না। আমরা উদার গণতন্ত্রচর্চা অনেকবার করেছি। এখন আর করব না। কোন ছাড় দেয়ার প্রশ্নই আসে না। যারা বড় বড় কথা বলেন তাদের মনে রাখতে হবে, অতীতে তারা কি করেছিলেন। বিএনপি নির্বাচনে না আসার পেছনে আমাদের কি করার আছে? সোমবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপের আহ্বানের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, যারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে তাদের সঙ্গে কোন আলোচনা হবে না। আমরা তাদের সঙ্গে কোন আপোস করব না। খুনীদের সঙ্গে কিসের আলোচনা? রাজকারদের কোন ছাড় দেয়া হবে না।
×