ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডি ভিলিয়ার্সকে থামাতে নিষিদ্ধ ‘আন্ডার আর্ম’ বোলিং!

প্রকাশিত: ০৫:৩০, ২৩ এপ্রিল ২০১৮

 ডি ভিলিয়ার্সকে থামাতে নিষিদ্ধ ‘আন্ডার আর্ম’ বোলিং!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল না এবি ডি ভিলিয়ার্স, ছোট্ট পরিসরের ধুন্ধুমার ক্রিকেটে কে বেশি ভয়ঙ্কর? প্রশ্নটা অনেকদিনের। উত্তর মেলানো সহজ নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসর দেখে সেটি তো আরও বেশি কঠিন বলে হচ্ছে। দু’জনই সমান তালে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সুযোগ পাওয়া তিন ম্যাচে গেইলের স্কোর ৬৩, ১০৪* ও ৬২*। ডি ভিলিয়ার্স ৪৪, ৫৭, ২০, ১ ও ৯০*। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলস বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেন প্রোটিয়া উইলোবাজ। ৩৯ বলে ১০ চার ও ৫ ছক্কায় খেলেন অপরাজিত ৯০ রানের দৃষ্টিনন্দন ইনিংস। দল জয়ের বন্দরে পৌঁছে না গেলে হয়তো সেঞ্চুরিটাই পেয়ে যেতেন। ‘মি. ৩৬০ ডিগ্রী’ খ্যাত এবি’কে থামতে তাই নিষিদ্ধ ‘আন্ডার আর্ম’ বোলিং চাইলেন আইপিএলে রাজস্থান রয়্যালস সদস্য বেন স্টোকস! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডি ভিলিয়ার্সকে আউট করার কৌশল জানিয়েছেন ইংলিশ তারকা অলরাউন্ডার স্টোকস। তবে সেটি কোন বৈধ উপায় নয়। ‘আন্ডার আর্ম’ বোলিং করে! যা কিনা ক্রিকেটে অনেক আগে থেকেই নিষিদ্ধ। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ান দুই সহোদর গ্রেগ চ্যাপেল এবং ট্রেভর চ্যাপেলের আন্ডার আর্ম বোলিংয়ের ভিডিও সংযুক্ত করে স্টোকস লিখেন, ‘যেভাবে থামানো যাবে ভিলিয়ার্সকে!’ ভিলিয়ার্সের দিনে তাকে থামানোর মতো কোন কৌশল আসলেই নেই। মজার ছলে হলেও সেটিই বোঝাতে চেয়েছেন স্টোকস। ১৫ এপ্রিল লীগপর্বে নিজেদের মধ্যকার প্রথম ম্যাচ খেলে রাজস্থান ও ব্যাঙ্গালুরু। রাজস্থানের ২১৭ রানের জবাবে ১৯৮ রান করে ১৯ রানে হারে ব্যাঙ্গালুরু। স্টোকস নয়, ২০ রান করে লেগস্পিনার শ্রেয়াস গোপালের বলে আউট হন ডি ভিলিয়ার্স। ১৯ মে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। উইকেটের চারপাশে অদ্ভুতুড়ে সব শট খেলার জুড়ি নেই ডি ভিলিয়ার্সের। এ জন্য ভক্ত-সমর্থকদের কাছে তিনি পরিচিত ‘মি. ৩৬০ ডিগ্রী’ নামে। দিল্লীর কোন বোলার তাকে আউট দূরে থাক, সামান্য বেকায়দায়ও ফেলতে পারেনি। স্বাচ্ছন্দ্যে উইকেটের চারপাশে খেলেছেন। কুড়িয়েছেন সকলের প্রশংসাবাণী। টার্গেটটা আরেকটু বড় হলে পেয়ে যেতে পারতেন আইপিএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাকে থামানোর উপায় জানা ছিল না গৌতম গাম্ভীর ও তার বোলারদের। এমন ফর্ম বজায় থাকলে পুরো আইপিএলজুড়ে সব দলকেই বিপদে ফেলবেন এবি, তা বলার অপেক্ষা রাখে না। ১৭৫ রান তাড়া করতে নেমে কেউ যদি ৩৫-৪০ বলের মধ্যে ৯০ রানের ইনিংস খেলে ফেলে তাহলে সেই ম্যাচটির আর কিছু থাকার কথা নয়। ডি ভিলিয়ার্সের ঝড়ে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল ব্যাঙ্গালুরু। ১৬ বলে ১৮ রান করে আউট হন কুইন্টন ডি কক। এরপর ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন কোহলি। মূলত এ সময় ঝড়টা তুলে দেন ডি ভিলিয়ার্সই। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩০ রান করে ফেরেন কোহলি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন অধিনায়ক।
×