ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোল ইন্ডিয়া এখনও বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদন কোম্পানি

প্রকাশিত: ০৪:৩৯, ২৩ এপ্রিল ২০১৮

কোল ইন্ডিয়া এখনও বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদন কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যিক খননের প্রস্তাবে চিন্তিত নয় কোল ইন্ডিয়া, আমরা সেরা, সেরাই থাকব। এই কথা বললেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল সিং। কোল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ?বিশ্বের একক বৃহত্তম কয়লা উৎপাদনকারী সংস্থা কোল ইন্ডিয়া সবচেয়ে কম খরচে কয়লা উৎপাদন করে। বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় এখানে কয়লা উৎপাদন খরচ ৪২ থেকে ৬০ শতাংশ কম। বাণিজ্যিক খনন ব্যবস্থা চালু হলেও কোল ইন্ডিয়া এই ধারা বজায় রাখতে সক্ষম হবে। লাভের নিরিখে গত আর্থিক বর্ষের প্রথম ৬ মাসে আগের ওই সময়ের তুলনায় উন্নতির গতি ছিল নিম্নমুখী। তা ছিল ১৭.৪ শতাংশ। এর পরই ঘুরে দাঁড়ায় কোল ইন্ডিয়া। পরবর্তী ৩ মাসে উন্নয়নের গতি হয় ১০.৯ শতাংশ। উৎপাদনের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সরকারের বিভিন্ন মন্ত্রকের সমন্বয় বৃদ্ধি উন্নয়নের মূল মন্ত্র বলে মন্তব্য করেন কোল ইন্ডিয়ার সিএসজি।
×