ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনজিও কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৫, ২২ এপ্রিল ২০১৮

এনজিও কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২১ এপ্রিল ॥ যৌতুকের দাবি পূরণ না করায় এক এনজিও কর্মকর্তা তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন গৃহবধূ ভাই রতœা দাস। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের খোকন দাস ও তার ছেলে রতন দাস এমন অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্যাতনের শিকার রতœা দাসের ভাই জানান, দীর্ঘ ৮ বছর পূর্বে তার বোন রতœা দাসের সঙ্গে হিন্দু ধর্মীয় বিধান মতে একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিতাই দাসের ছেলে খুলনাস্থ দলিত এনজিওর ইন্টারনাল অফিসার স্বপন দাসের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্বপন দাস তার পিতা নিতাই দাস ও তার মামা অশোক দাস বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে রতœা দাসের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। এরই মধ্যে খুলনার দৌলতপুরে একটি এনজিওর মহিলা কর্মীর সঙ্গে স্বপন দাসের পরকীয়ার প্রেমের ঘটনা ফাঁস হয়ে পড়ে। পরকীয়ার কারণে বোন রতœার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। স্বপন দাস তার স্ত্রী রতœাকে পিতার বাড়ি থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে বলে উক্ত টাকা না দিলে তাকে নিয়ে সে আর সংসার করবে না। এমন কী যৌতুকের টাকা না দেয়া পর্যন্ত তাদের সংসারে সন্তানও নেবে না। এরই মধ্যে গত ১২ এপ্রিল খুলনা দলিত এনজিও অফিস থেকে একটি বিবাহ বিচ্ছেদ নোটিস পাঠানো হয়েছে। বর্তমানে তার বোন স্ত্রী হিসেবে স্বপন দাসের বাড়িতেই বসবাস করছে। সংবাদ সম্মেলনে ওই এনজিও কর্মকর্তার বিষয়ে মানবাধিকার সংগঠনসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ সময় রতœা দাস, তার পিতা খোকন দাসসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
×