ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লেজার ভিশনের বৈশাখী আয়োজন

প্রকাশিত: ০৫:৪১, ২১ এপ্রিল ২০১৮

লেজার ভিশনের বৈশাখী আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বরাবরের মতো এবারও বেশ কয়েকটি অডিও গান, মিউজিক ভিডিও এবং শর্টফিল্ম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। অডিও বাজারের মন্দা অবস্থার মাঝেও দর্শক-শ্রোতাদের চাহিদাকে সামনে রেখে ভাল কিছু গান ও মিউজিক ভিডিও উপহার দিয়েছে লেজার ভিশন। এর মধ্যে ফয়সাল রাব্বিকীনের কথায় কাজী শুভর সুরে ‘কাছে আসো না’ শিরেনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও পূজা। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি এবং ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। মোহাম্মদ হোসেনের কথায় দেবদাস চৌধুরীর সুরে ফোক ধাঁচের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক। আক্কাস আল মাহমুদ হৃদয়ের কথায় ইয়াসিন হোসেন নিরুর সুরে ফোক ধাঁচের ‘সুখ নিতে শিখলি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। স্নেহাশীষ ঘোষের কথায় মিলনের সুরে ‘চলে আয়’ গানে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলন। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি এবং ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। মিজানুর রাফির কথায় হৃদয় হাসিনের সুরে ‘অনেক ভালবাসি’ শিরেনামে দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন মোহাম্মদ শোয়েব ও শ্রেয়াসী অন্নতমা। সজীব ভূঁইয়ার কথায় ‘তোরই মাঝে’ গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন এমএইচ রিজভী। ভিডিওটি পরিচালনা করেছেন এমএইচ রিজভী নিজেই। রুদ্র রাসেলের কথা ও সুরে ফোক ধাঁচের ‘মাওলা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন হিরু ফকির। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। স্যান্ডির কথায় রাকেশ রবিনের সুর ও সঙ্গীতে ‘এসো না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নবীন কণ্ঠশিল্পী মাহমুদা আঞ্জুম বৃষ্টি । আভরাল সাহিরের কথা ও সুরে ‘যাবো শ্বশুরবাড়ি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। ফয়সাল রাব্বিকীনের কথায় এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার ও ঐশীর দ্বৈত কণ্ঠে গাওয়া আমায় নিয়ে চল’-এর মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এটি নির্মাণ করেছেন খান মাহি। বেলাল খান ফিচারিং কণ্ঠশিল্পী সানিয়া রমার নতুন গান। এ ছাড়া প্রকাশ হয়েছে খান মাহির পরিচালনায় শর্টফিল্ম ‘অতঃপর ফিরে আসা’ এবং শোয়েব আহমেদ আকাশের পরিচালনায় ‘নিঃস্ব’। পাশাপাশি এবার বেশ কয়েকটি অডিও গান এবং মিউজিক ভিডিও ও শর্টফিল্ম লেজার ভিশনের ব্যানারে প্রকাশ পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
×