ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডেও গার্ডিওলার রাজত্ব

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ এপ্রিল ২০১৮

ইংল্যান্ডেও গার্ডিওলার রাজত্ব

কোচ হিসেবে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় সূচনা করেছিলেন পেপ গার্ডিওলা। অসাধারণ সব সাফল্য উপহার দেন কাতালানদের। ২০১২ সালে বার্সা ছাড়ার আগের চার মৌসুমে মোট ১৬টি ট্রফি জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছিলেন তিনি। বার্সা থেকে অবসরের পর যোগ দেন বেয়ার্ন মিউনিখে। জার্মান বুন্দেসলীগাতেও দুর্দান্ত সফল এই স্প্যানিশ কোচ। তবে বেয়ার্ন মিউনিখেও খুব বেশিদিন স্থায়ী হননি তিনি। ২০১৬ সালে নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। বার্সেলোনার হয়ে সাফল্য পাওয়াটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলেন গার্ডিওলা। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেও ছিলেন দারুণ সফল। কিন্তু ২০১৬-১৭ মৌসুমের শুরুতে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর কিছুতেই পাচ্ছিলেন না শিরোপার দেখা। অবশেষে গত ফেব্রুয়ারিতে সেই খরা কাটিয়েছেন গার্ডিওলা। ইংলিশ লীগ কাপের ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার সিটিকে প্রথম শিরোপা উপহার দেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগেও এটা তার প্রথম শিরোপা। রবিবার সিটিকে দ্বিতীয় শিরোপা জেতান গার্ডিওলা। ওয়েস্ট ব্রমের কাছে ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ১-০ গোলে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই পাঁচ ম্যাচ হাতে রেখে ম্যানচেস্টার সিটির এবারের আসরের প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের চেয়ে ১৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে সিটির শিরোপা জয় নিশ্চিত হয়। বাকি ম্যাচগুলো থেকে ইউনাইটেড সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ব্রুমের বিপক্ষে জয় তুলে নিয়ে ইউনাইটেড গাণিতিকভাবে হয়ত সিটির শিরোপা জয় কিছুটা বিলম্বিত করতে পারত। কিন্তু ৭৩ মিনিটে জে রড্রিগুয়েজের হেড স্বাগতিক সমর্থকদের হতবাক করে দেয়। মৌসুমের প্রায় অর্ধেকটা সময়জুড়েই আধিপত্য ধরে রাখা সিটির জন্য পঞ্চমবারের মতো ইংলিশ লীগের শিরোপা দখল সময়ের ব্যপার ছিল। কিন্তু মাত্র এক সপ্তাহ আগে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে ইত্তিহাদ স্টেডিয়ামে ৩-২ গোলে পরাজিত হয়ে একটু আগে ভাগেই শিরোপা উৎসব থেকে বঞ্চিত হয়েছিল সিটিজেনরা। একইসঙ্গে ইউনাইটেডও শিরোপা জয়ের ক্ষীণ একটি আশা নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। সেই ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকার পরও জোশে মরিনহোর দলের ৩-২ গোলের জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছিল সমর্থকদের। যে কারণে রবিবার ম্যাচের আগে অনেকটাই নির্ভার ছিল ইউনাইটেড খেলোয়াড়রা। কিন্তু ৭৩ মিনিটে ক্রিস ব্রান্টের কর্ণার থেকে রড্রিগুয়েজের হেড ওয়েস্ট ব্রমকে এগিয়ে দেয়। এই গোল পরিশোধ করার আর কোন সুযোগ পায়নি ইউনাইটেড। আর এতেই ক্লাব ইতিহাসে অন্যতম স্মরণীয় এক জয় তুলে নেয় ওয়েস্ট ব্রমউইচ। বিশেষ করে সিটি সমর্থকরা এই ম্যাচটির কথা নিঃসন্দেহে অনেকদিন মনে রাখবে। ম্যানচেস্টার ইউনাইটেডের হারে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম শিরোপা নিশ্চিত হয় গার্ডিওলার। তাতে দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিশ কোচ। স্পেন ও জার্মানিতে সর্বোচ্চ শিরোপা জয়ী এই কোচ ইংলিশ লীগের শিরোপা জয়কেই ‘কঠিন’ মনে করছেন। আগের দুটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের পার্থক্য বোঝাতে গিয়ে কাতালান কোচ বলেন, ‘খুবই কঠিন (প্রিমিয়ার লীগের শিরোপা জেতা)। শারীরিক, আবহাওয়ার অবস্থা ও ম্যাচের পরিমাণের দিক থেকে এই লীগ খুব কঠিন। এখন পর্যন্ত এটা আমার অন্যতম সেরা অর্জন। তাই বলে অন্য লীগের শিরোপাকে খাটো করে দেখছি না, প্রত্যেক দেশের প্রথম শিরোপার আনন্দটা অন্যরকম হয়। উদাহরণ হিসেবে বার্সেলোনার কথা বলেছেন বিশ্বসেরা এই কোচ, বার্সেলোনার হয়ে প্রথম শিরোপাটা ছিল স্বপ্নপূরণের মতো। আর ম্যানইউয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ জেতাটাও ছিল দারুণ ব্যাপার, বিশেষ করে আমরা যেভাবে খেলেছিলাম। স্পেন-জার্মানির পর ইংল্যান্ডেও যে দারুণ সময় কাটাচ্ছেন গার্ডিওলা তা অনুমিতই। সিটিজেনদের ডেরায় চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নিতেও পারেন ইংলিশ লীগকে পানসে বানিয়ে ফেলা সাবেক বার্সেলোনা-বেয়ার্ন মিউনিখের এ কোচ। ব্রিটিশ দৈনিক ‘দ্য মিরর’ জানায়, বিশ্বের সবচেয়ে দামি কোচের মর্যাদা পেতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী গার্ডিওলা। ম্যানচেস্টার সিটি ক্লাবে সম্ভাব্য নতুন চুক্তিতে এক মৌসুমের পারিশ্রমিক হবে ২৩ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে ২৩৪ কোটি ৬৬ লাখের বেশি। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গার্ডিওলা। বর্তমানে সিটিতে গার্দিওলা বছরে পারিশ্রমিক পান ১৫.৩ মিলিয়ন পাউন্ড। এমন তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বকাপজয়ী ইতালিয়ান কোচ মার্সেলো লিপ্পি। চীনের জাতীয় ফুটবল দলের দায়িত্বে রয়েছেন তিনি। লিপ্পির বার্ষিক পারিশ্রমিক ১৮ মিলিয়ন পাউন্ড। টাকার অঙ্কে প্রায় ২১০ কোটি ৩৬ লাখ। তিনে ম্যানইউর পর্তুগিজ কোচ জোশে মরিনহো (১৫ মিলিয়ন পাউন্ড)। গার্ডিওলার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। বলা হচ্ছে, তা ২০২০ পর্যন্ত ঠেকবে। সূত্রমতে, গত মার্চে ম্যানসিটির আবুধাবি সফরের সময় ক্লাবের মালিক শেখ মনসুরের সঙ্গে দেখা করেছিলেন গার্ডিওলা। তখনই এক বছরের চুক্তি নবায়নে রাজি হন এ স্প্যানিয়াড। এদিকে লীগ কাপ ও প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের পর নতুন মৌসুম নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন গার্ডিওলা। দলে ভেড়াতে চান নতুন খেলোয়াড়দেরও। সে তালিকায় এবার জোরালোভাবেই শোনা যাচ্ছে থিয়াগো আলকান্তারার নাম। দারুণ পারফরম্যান্সের কারণে এরই মধ্যে আলকান্তারাকে ডাকা হচ্ছে ‘নিউ জাভি’ বলে। যাকে এবার দলে ভেড়াতে চান গার্ডিওলা। বেয়ার্ন মিউনিখের এ স্প্যানিশ তারকাকে কিনতে সিটির খরচ করতে হতে পারে ৫০ মিলিয়ন পাউন্ড। এর আগে বেয়ার্ন মিউনিখ এবং বার্সা কোচের দায়িত্ব পালন করার সময়ও আলকান্তারাকে কাছ থেকে দেখেছেন তিনি। তার খেলার ধরনও অজানা নয় সিটি কোচের। তাই আগামী মৌসুমে দলের শক্তি বাড়াতে এ সেন্ট্রাল মিডফিল্ডারকে দলে চান তিনি। পাশাপাশি দলের কয়েকজন খেলোয়াড়ের বয়সের কোটা ৩০-এর ঘরে প্রবেশ করায় সে বিষয়েও আলাদাভাবে ভাবতে হচ্ছে গার্ডিওলাকে। যে তালিকায় আছেন ডেভিড সিলভা, ফার্নান্দিনহো এবং ইয়া ইয়া তোরে।
×