ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ইন্ট্রাকোর আইপিও লটারি

প্রকাশিত: ০৭:০৩, ১৭ এপ্রিল ২০১৮

আজ ইন্ট্রাকোর আইপিও লটারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় লটারি শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির আইপিওতে গত ১৮ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়। যা চলে ২৭ মার্চ পর্যন্ত। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য ৩ কোটি শেয়ার ছাড়বে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্লান্ট স্থাপন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৭ টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৪৯ টাকা। আইপিও খাতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।
×