ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৯তম বিসিএসের ফরম পূরণে পিএসসির হেল্পলাইন

প্রকাশিত: ০৫:৪১, ১৬ এপ্রিল ২০১৮

৩৯তম বিসিএসের ফরম পূরণে পিএসসির হেল্পলাইন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে সহায়তার জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। সরকারী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের এই চারটি নম্বর হচ্ছে -০১৫৫৫-৫৫৫১৪৯, ০১৫৫৫-৫৫৫১৫০, ০১৫৫৫-৫৫৫১৫১ এবং ০১৫৫৫-৫৫৫১৫২। প্রার্থীরা আবেদন করতে গিয়ে কোন সমস্যায় পড়লে এসব নম্বরে কথা বলে সমাধান নিতে পারবেন। ৩৯তম বিসিএসের আবেদন নেয়া শুরু হয় ১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই বিশেষ বিসিএসের ক্ষেত্রে সর্বোচ্চ ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা অংশ নিতে পারবেন। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সাধারণ পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ৭০০ টাকা। তবে ক্ষুদ্র নৃতাত্ত্বিক, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ১০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। ৩৯তম বিসিএসে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
×