ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইটভাঁটির গ্যাসে পুড়েছে শতাধিক বিঘা বোরো ধান ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৪:৪৯, ১৬ এপ্রিল ২০১৮

ইটভাঁটির গ্যাসে পুড়েছে শতাধিক বিঘা বোরো ধান ॥ তদন্ত কমিটি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ এপ্রিল ॥ মান্দায় ইটভাঁটির গ্যাসে পুড়ে নষ্ট হয়ে গেছে শতাধিক বিঘা জমির বোরো ধান। উপজেলার মল্লিকপুর ও শ্রীরামপুর মাঠে এ ক্ষতিসাধন হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শনিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত মাঠ দুইটি পরিদর্শন করেছেন। তিনি এ বিষয়ে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় কৃষি অধিদফতর নওগাঁর উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, ইউএনও মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার শ্রীরামপুর মৌজায় ফসলি জমিতে ইটভাঁটি নির্মাণ করে ইটকাটা ও পোড়ানোর কাজ করে আসছিলেন নারায়ণপুর গ্রামের গুলবর রহমান। বৃহস্পতিবার রাতে ওই ভাঁটির গ্যাস ছেড়ে দেয়া হয়। এতে মল্লিকপুর ও শ্রীরামপুর মাঠের শতাধিক বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসল কাটার আগ মুহূর্তে ধানক্ষেত পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
×